“আপনি যখন আমন্ত্রণ পাবেন, আগের ইনস্টল করা গেইমসহ আপনার সকল গেইম ও কনটেন্ট ‘ইএ’ অ্যাপে আপনার জন্য অপেক্ষা করবে।”
Published : 08 Oct 2022, 05:48 PM
গেইমিং প্ল্যাটফর্ম ‘অরিজিনের’ জায়গা নেওয়ার লক্ষ্যে তৈরি ইলেকট্রনিক আর্টসের নতুন পিসি অ্যাপ এখন ডাউনলোড করা যাচ্ছে।
‘ইএ’র পক্ষ থেকে এই ঘোষণা এসেছে বৃহস্পতিবার।
ইএ’র ব্লগ পোস্ট অনুযায়ী, তুলনামূলক দ্রুত, বিশ্বস্ত ও সুবিন্যস্ত গেইমিং অভিজ্ঞতা দিতে নতুন অ্যাপ তৈরি করেছে তারা। পাশাপাশি, এতে আছে স্বয়ংক্রিয়ভাবে গেইম ডাউনলোড ও ব্যাকগ্রাউন্ড আপডেটের মতো ফিচার।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, যেসব ব্যবহারকারী এখনও অরিজিন ব্যবহার করছেন, তারা শীঘ্রই প্ল্যাটফর্মটি ছেড়ে নতুন অ্যাপে আসার আমন্ত্রণ পাবেন।
“আপনি যখন আমন্ত্রণ পাবেন, আগের ইনস্টল করা গেইমসহ আপনার সকল গেইম ও কনটেন্ট ‘ইএ’ অ্যাপে আপনার জন্য অপেক্ষা করবে।” --বলছে ইএ।
এ ছাড়া, সেইভ করা গেইম ও বন্ধু তালিকাও চলে যাবে অ্যাপটিতে। তবে, কোনো ব্যবহারকারী অপেক্ষা করতে না চাইলে ‘ইএ’র ওয়েবসাইট থেকে এখনই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন তিনি।
অ্যাপটি নিয়ে দীর্ঘ সময় ধরে অপেক্ষা চলছিল কারণ দুই বছরের কিছু বেশি সময় আগে ইএ প্রথম ঘোষণা দিয়েছিল যে অরিজিন প্ল্যাটফর্মের জায়গা নেবে এই নতুন অ্যাপ।
ভার্জের প্রতিবেদন অনুযায়ী, অরিজিন ব্রান্ডিং থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে ইএ। একই উপায়ে ‘ইএ অ্যাক্সেস’ ও ‘অরিজিন অ্যাক্সেস’ সেবাগুলোকে ‘ইএ প্লে’ ব্যানারের অধীনে এনেছিল তারা।
তার মানে এই নয় যে অরিজিন এখনই চলে যাচ্ছে। কারণ, গেইম খেলার জন্য এখনও অরিজিন অ্যাপ ব্যবহার করতে হবে ‘ম্যাকওএস’ গেইমারদের। আদৌ এটি পাল্টাবে কি না, সেটির নির্দিষ্ট কোনো সময়সীমাও উল্লেখ নেই।
তবে, আসন্ন মাসগুলোতে এই বিষয়ে আরও তথ্য জানানোর কথা আলাদা এক ব্লগ পোস্টে উল্লেখ করেছে ইএ।