মডেল দুটোর “কোড, ডেটা, অন্যান্য তথ্য বিনামূল্যে ব্যবহার করতে পারবেন সারা বিশ্বে ছাত্র-শিক্ষক, গবেষক এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো” বলেছে কোম্পানিটি।
Published : 04 Aug 2023, 12:18 PM
দুটি ওপেন-সোর্স এআই মডেল অবমুক্ত করেছে চীনা প্রযুক্তি জায়ান্ট আলিবাবা গ্রুপের ক্লাউড কম্পিউটিং বিভাগ। এই পদক্ষেপ মেটার এআই মডেল লামা ২ কে টক্কর দেওয়ার প্রয়াস বলেই ধারণা করা হচ্ছে।
কিউয়েন-৭বি এবং কিউয়েন ৭বি চ্যাট নামে দুটো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল প্রকাশের কথা বলেছে হ্যাংজোওভিত্তিক কোম্পানিটি।
একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের সক্ষমতা পরিমাপ করা হয় এর প্যারামিটারের সংখ্যা দিয়ে। আলিবাবার মডেল দুটোতে সেই প্যারামিটারের সংখ্যা সাতশো কোটি বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
এটি চীনা কোনো কোম্পানির প্রথম কোনো ওপেন-সোর্স লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল।
গত মাসের শেষভাগে লামা ২ নামের একটি ওপেন-সোর্স মডেল প্রকাশ করে মেটা, যা অল্প সময়েই নানা মহলে আলোচনার জন্ম দেয়।
এখন বাজারে প্রচলিত চ্যাটজিপিটি এবং গুগলের মডেলগুলো বাণিজ্যিকভাবে ব্যবহার করতে মোটা অংকের ফি দিতে হয়। কিছু বিশ্লেষক বলেছেন তাদের ব্যবসায়িক আধিপত্য কমিয়ে দেবে ওপেনসোর্স মডেলের উপস্থিতি।
গত এপ্রিলে টংগাই কিয়ানয়েন নামে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল তৈরির ঘোষণা দেয় আলিবাবা যার বিভিন্ন আকারের প্যারামিটারের বেশ কয়েকটি সংস্করণ থাকবে। দুইটি টংগাই কিয়ানয়েনের দুটো ক্ষুদে সংস্করণ হচ্ছে কিউয়েন-৭বি এবং কিউয়েন ৭বি চ্যাট যার মাধ্যমে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসায় বিনামূল্যে এআই যুক্ত করার সুযোগ পাবে।
মডেল দুটোর “কোড, ডেটা, অন্যান্য তথ্য বিনামূল্যে ব্যবহার করতে পারবেন সারা বিশ্বে ছাত্র-শিক্ষক, গবেষক এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো” বলেছে কোম্পানিটি।
তবে মাসিক ১০ কোটির বেশি সক্রিয় গ্রাহক আছে এমন কোম্পানিকে মডেলদুটো ব্যবহার করার আগে আলিবাবার কাছ থেকে লাইসেন্স নিতে হবে। একইভাবে ৭০ কোটির বেশি মাসিক সক্রিয় ব্যবহারকারী আছে এমন কোম্পানিকেও লামা ২ মডেলটি ব্যবহার করতে হলে মেটার লাইসেন্স নিতে হবে।
টংগাই কিয়ানয়েনের চেয়েও বেশি সংখ্যক প্যারামিটার থাকা আরও কিছু মডেলের কথা বলেছে কোম্পানিটি। তবে তাদের সর্ব্বোচ্চ মডেলটিতে প্যারামিটারের সংখ্যা কত সে সম্পর্কে কিছু জানায়নি আলিবাবা।
এদিকে মেটার লামা ২ মডেলটির সবচেয়ে বড় সংস্করণটির প্যারামিটারের সংখ্যা সাত হাজার কোটি। এআই প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকে ধরার চেষ্টা করছে চীন। ফলে, মার্কিন কোম্পানিগুলোকে টক্কর দিতে নিজ দেশেই “নিয়ন্ত্রণযোগ্য” এআই মডেল তৈরির জন্য চীনা কোম্পানিগুলোকে বেইজিং উৎসাহ দিচ্ছে বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে।
এদিকে গত কয়েকমাসে টেনসেন্ট হোল্ডিং এবং হুয়াওয়ের মতো টেক জায়ান্টগুলোও নিজস্ব এআই মডেল বানানোর জন্য জোরেসোরেই চেষ্টা করে যাচ্ছে বলেছে রয়টার্স।