ব্রাউজারে কোনো হিস্ট্রি সংরক্ষণ না করেই সংবেদনশীল ওয়েবসাইটগুলো ব্রাউজ করার জন্য ‘প্রাইভেট ব্রাউজিং মোড’ ব্যবহার করতে পারেন।
Published : 05 Jun 2024, 04:07 PM
সব ওয়েব ব্রাউজারেই ভিজিট করা ওয়েব পেইজের একটি তালিকা ধারণ করা থাকে। কেউ চাইলে এ তালিকা মুছে ফেলতে পারেন, যা ব্রাউজিং হিস্ট্রি ডিলিট করে ফেলবে এবং ধারণ করা তথ্য মুছে ফেলবে।
প্রতিটি ব্রাউজারে আলাদাভাবে হিস্ট্রি সংরক্ষণ করা থাকে। ফলে, কেউ একাধিক ব্রাউজার ব্যবহার করলে এবং সব হিস্ট্রি মুছে ফেলতে চাইলে, আলাদা করে প্রতিটি ব্রাউজারের হিস্ট্রি ডিলিট করতে হবে বলে প্রতিবেদনে লিখেছে হাও-টু গিক।
পাশপাশি, ব্রাউজারে কোনো হিস্ট্রি সংরক্ষণ না করেই সংবেদনশীল ওয়েবসাইটগুলো ব্রাউজ করার জন্য ‘প্রাইভেট ব্রাউজিং মোড’ ব্যবহার করতে পারেন। এতে করে আলাদাভাবে হিস্ট্রি মুছে ফেলার ঝামেলায় যেতে হবে না।
চলুন জেনে নেওয়া যাক কয়েকটি জনপ্রিয় ওয়েব ব্রাউজারের ব্রাউজিং হিস্ট্রি ডিলিট করার নিয়ম।
পিসি থেকে গুগল ক্রোম-এর হিস্ট্রি ডিলিট করুন
গুগল ক্রোম ব্রাউজারের হিস্ট্রি মুছে ফেলতে ব্রাউজার চালু করে স্ক্রিনের ওপরের ডান কোণায় ‘থ্রি ডট’ বা তিনটি বিন্দুতে ক্লিক করে মেনু চালু করুন। ড্রপ ডাউন মেনু থেকে ‘মোর টুলস’ বেছে নিন। পরে, ‘ক্লিয়ার ব্রাউজিং ডেটা’ অপশনে ক্লিক করুন।
এটি করার একটি শর্টকাট উপায়ও রয়েছে। উইন্ডোজ পিসিতে কন্ট্রোল, শিফট ও ডিলিট বোতাম একসঙ্গে চাপুন। ম্যাকবুকের ক্ষেত্রে কমান্ড, শিফট ও ডিলিট বোতাম একসঙ্গে চাপুন।
নিজের সম্পূর্ণ ডাউনলোড হিস্ট্রি ডিলিট করার জন্য, ‘টাইম রেঞ্জ’ অপশনের পাশে ক্লিক করে ‘অল টাইম’ সিলেক্ট করুন। এরপর নিচের ডান কোণায় ‘ক্লিয়ার ডেটা’ অপশনে ক্লিক করুন। এখানে, ডাউনলোড হিস্ট্রি, ব্রাউজার কুকিজ ও কেইস ফাইল ও ডিলিট করার অপশন পেয়ে যাবেন।
অ্যান্ড্রয়েড থেকে গুগল ক্রোমের হিস্ট্রি ডিলিট করতে
অ্যান্ড্রয়েডে ব্রাউজিং ডেটা ডিলিট করার জন্য গুগল ক্রোম অ্যাপটি চালু করুন এবং ওপরের ডান কোণায় থ্রি ডট মেনু সিলেক্ট করে ‘ক্লিয়ার ব্রাউজিং হিস্ট্রি’ অপশনটি বেছে নিন।
পরের পেইজে ‘ক্লিয়ার ডেটা’ অপশনে চাপ দিলে, ডিফল্ট সেটিংস অনুসারে শেষ ১৫ মিনিটের সব হিস্ট্রি, সাইট ডেটা, কুকিজ, কেইসড ইমেইজ ডিলিট হয়ে যাবে।
এটি নিজের মতো কাস্টমাইজ করার জন্য, ‘মোর অপশনস’ সিলেক্ট করুন। এরপর একটি ‘টাইম রেঞ্জ’ বেছে নিতে হবে। সব ডেটা মুছে ফেলতে চাইলে ‘অল টাইম’ সিলেক্ট করুন।
আইফোন ও আইপ্যাড-এ ক্রোমের হিস্ট্রি মুছতে
আইফোন ও আইপ্যাড থেকে ক্রোম ব্রাউজারের হিস্ট্রি ডিলিট করার জন্য একইভাবে থ্রি-ডট মেনু চালু করুন। এরপরে ‘ক্লিয়ার ব্রাউজিং হিস্ট্রি’ অপশনটি বেছে নিন।
পরের পেইজ থেকে যে যে ডেটা মুছে ফেলতে চান সেটি বেছে নিন ও একটি ‘টাইম রেঞ্জ’ যোগ করুন। তারপর ‘ক্লিয়ার ব্রাউজিং ডেটা’ অপশনটিতে চাপ দিন।
মোজিলা ফায়ারফক্সের ব্রাউজিং হিস্ট্রি ডিলিট করুন
ব্রাউজারটি চালু করে, স্ক্রিনের ওপরের ডান কোণায় থ্রি-ডট মেনুতে ক্লিক করুন। ড্রপ ডাউন মেনু থেকে ‘হিস্ট্রি’ অপশনটি বেছে নিন ও ‘ক্লিয়ার রিসেন্ট হিস্ট্রি’ অপশনটি ক্লিক করুন।
এখানেও উইন্ডোজের কন্ট্রোল, শিফট, ডিলিট একসঙ্গে চাপ দিয়ে এই পেইজটি চালু করা যাবে। ম্যাকবুকের ক্ষেত্রে কমান্ড, শিফট ও ডিলিট একসঙ্গে চাপলে হিস্ট্রি মুছে ফেলার পেইজটি সহজে চালু করা যাবে।
সম্পূর্ণ ব্রাউজিং হিস্ট্রি ডিলিট করার জন্য, এই পেইজের ওপরের থেকে ‘এভ্রিথিং’ অপশনটি সিলেক্ট করুন। এবার একটি তালিকা ও চেকবক্স সামনে আসবে, সেখান থেকে ‘ব্রাউজিং অ্যান্ড ডাউনলোড হিস্ট্রি’ অপশনটি বেছে নিয়ে তথ্য মুছে ফেলুন।
মাইক্রোসফট এজ ব্রাউজারের হিস্ট্রি মুছে ফেলুন
এখানেও ব্রাউজারটি চালু করে স্ক্রিনের ডান কোণায় থ্রি-ডট মেনুতে ক্লিক করুন। এরপর ‘হিস্ট্রি’ অপশনটি বেছে নিন ও ‘ট্র্যাশ ক্যান’ আইকনে ক্লিক করুন।
ওপরের উইন্ডোজ ও ম্যাক-এর শর্টকাট অপশন ব্যবহার করেও সহজে পেইজটি চালু করে নিতে পারেন।
নিশ্চিত করুন, তালিকায় ‘ব্রাউজিং হিস্ট্রি’ বক্সে টিক দেওয়া রয়েছে। এখান থেকে অন্যান্য তথ্যও ডিলিট করার অপশন পেয়ে যাবেন, যেমন ডাউনলোড হিস্ট্রি, কেইস ফাইল, কুকিজ। যে তথ্য ডিলিট করতে চান তার পাশের টিক চিহ্নে ক্লিক করে ‘ক্লিয়ার নাও’ অপশনে ক্লিক করুন।
সাফারি ব্রাউজারের হিস্ট্রি ডিলিট করুন
আইফোন বা আইপ্যাড থেকে সাফারি ব্রাউজারের হিস্ট্রি ডিলিট করার জন্য প্রথমে সেটিংস অ্যাপটি চালু করুন। এরপর ‘সাফারি’ অপশনে যান ও ‘ক্লিয়ার হিস্ট্রি অ্যান্ড ওয়েবসাইট ডেটা’ অপশনটি বেছে নিন।
নিজের পছন্দ নিশ্চিত করার জন্য, ‘ক্লিয়ার হিস্ট্রি অ্যান্ড ডেটা’ অপশনটিতে ট্যাপ করুন।
এই বোতামে চাপ দিলে কুকিজ ও কেইস ফাইলসহ সব সংবেদনশীল ব্রাউজিং তথ্য মুছে যাবে।
ম্যাকবুক থেকে সাফারির হিস্ট্রি ডিলিট করুন
ম্যাকবুক থেকে সাফারি ব্রাউজারের হিস্ট্রি ডিলিট করার জন্য, ব্রাউজারটি চালু করার পরে, স্ক্রিনের ওপরের মেনু বার থেকে ‘হিস্ট্রি’ অপশনে ক্লিক করুন, এরপর ‘ক্লিয়ার হিস্ট্রি’ অপশনে চাপ দিন। যে সময়ের ব্রাউজিং হিস্ট্রি ডিলিট করতে চান সেটি বেছে নিয়ে ‘ক্লিয়ার হিস্ট্রি’ অপশনে ক্লিক করুন।
সব তথ্য মুছে ফেলতে ‘অল হিস্ট্রি’ অপশনটি সিলেক্ট করুন। এরপরেই সাফারি থেকে সব ব্রাউজিং তথ্য, কুকিজ, কেইস ফাইল ডিলিট হয়ে যাবে।
ওপরের ব্রাউজারের বাইরেও কেউ যদি কোনো ব্রাউজার ব্যবহার করে থাকেন, সে ক্ষেত্রে ব্রাউজারের মেনু বা সেটিংস অপশনে ‘ক্লিয়ার ব্রাউজিং হিস্ট্রি’ বা এ ধরনের অপশন খুঁজে পাবেন বলে প্রতিবেদনে লিখেছে হাও-টু গিক।