ব্যবহারকারী কেবল নিজের হাত ব্যবহার করেই মাউসের গতিবিধি নিয়ন্ত্রণের পাশাপাশি আঙ্গুলের তুড়ি দিয়েই মাউসে ক্লিক করার সুবিধা পাবেন।
Published : 14 Jan 2024, 03:04 PM
এবারের সিইএস আয়োজনে ‘ওয়াওমাউস’ নামের নতুন এক অ্যাপ উন্মোচন করেছে ফিনিশ স্টার্টআপ কোম্পানি ডাবলপয়েন্ট। এর মাধ্যমে অ্যান্ড্রয়েড স্মার্টওয়াচকে কম্পিউটারের মাউস হিসেবে ব্যবহার করার সুবিধা মিলবে।
নতুন অ্যাপটি অনেকটা অ্যাপল ওয়াচ সিরিজ ৯’র ‘ডাবল ট্যাপ’ ফিচারের মতো কাজ করে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। এর মানে, ব্যবহারকারী কেবল নিজের হাত ব্যবহার করেই মাউসের গতিবিধি নিয়ন্ত্রণের পাশাপাশি আঙ্গুলের তুড়ি দিয়েই মাউসে ক্লিক করার সুবিধা পাবেন। এরইমধ্যে গুগলের প্লে স্টোরে পাওয়া যাচ্ছে অ্যাপটি।
একটি ঘড়িকে ‘ব্লুটুথ হিউম্যান ইন্টারফেস ডিভাইসেস (এইচআইডি)’ মাউসে পরিণত করার মাধ্যমে কাজ করে ওয়াওমাউস। এর পাশাপাশি, বেশ কয়েক ধরনের অপারেটিং সিস্টেমে কাজ করে এটি, অনেকটা গতানুগতিক ব্লুটুথ মাউসের মতোই।
ডাবলপয়েন্টের ওয়েবসাইট অনুসারে, যেসব অপারেটিং সিস্টেমে অ্যাপটি চালানো যাবে, সেগুলো হল উইন্ডোজ, লিনাক্স, ম্যাকওএস ও আইপ্যাডওএস। এ ছাড়া, স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৪, ৫ ও ৬-এর অপারেটিং সিস্টেমেও চলবে এটি। তবে, পিক্সেল ওয়াচের ক্ষেত্রে এর ‘ট্যাপ ডিটেকশন’ কিছুটা অনিয়মিত বলে জানিয়েছে এর নির্মাতা কোম্পানিটি।
কোম্পানিটি আরও বলেছে, যেহেতু অ্যাপল ওয়াচ ব্লুটুথ এইচআইডি সমর্থন করে না, তাই অ্যাপটি ওয়াচওএস-এর জন্য বানানো সম্ভব হয়নি।
ভার্জ বলছে, অ্যাপটি কাজ করার সম্ভাবনাই বেশি। অনেক বছর ধরেই বিভিন্ন ভিডিও গেইম কন্ট্রোলারে এ ধরনের মোশন কন্ট্রোল প্রযুক্তি ভালো ফলাফল দেখিয়েছে। এ ছাড়া, বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্স-এ প্রযুক্তিবিষয়ক ভিডিও চ্যানেল ‘স্ন্যাজি ল্যাবস’-এর প্রকাশিত ভিডিও’তেও এমনই দেখা গেছে।
Found this booth, @doublepointlab at #CES that turns your WearOS watch into a Bluetooth mouse. All off-the-shelf hardware. It works shockingly well and they’re targeting licensing to OEMs so the app is free for end-users. Worth playing around with! pic.twitter.com/KPv9Xn9g4o
— Snazzy Labs (@SnazzyLabs) January 11, 2024
তবে, কোম্পানির লক্ষ্যমাত্রা আরও বড়। ব্যহারকারীকে কব্জির মোচড়ে স্মার্ট লাইটের আলো নিয়ন্ত্রণের সুবিধা দিতে এবারের সিইএস আয়োজনের ঘোষণায় উৎপাদক ও নির্মাতাদের সফটওয়্যারটি লাইসেন্স করানোর আহ্বান জানিয়েছে ডাবলপয়েন্ট।
ঘোষণাটি চমকপ্রদ হলেও কেবল স্মার্টওয়াচের বাজারে কাজ করবে, এমন অ্যাপ নিয়ে কোনো বিনিয়োগকারীকে আকৃষ্ট করার সম্ভাবনা খুব কম বলে প্রতিবেদনে লিখেছে ভার্জ।