কোম্পানির পরিবর্তন ও নবযাত্রা সম্পর্কে সিইও জে গ্রেবার লিখেছেন, "প্রজাপতির মতোই তার মথ থেকে বেরিয়ে আসা। আমরা ডানা মেলছি।"
Published : 24 Dec 2023, 01:41 PM
ডিসেন্ট্রালাইজড বা বিকেন্দ্রীভূত সামাজিক মাধ্যম নেটওয়ার্ক ব্লুস্কাই নিজেদের লোগো বদলেছে। পাশাপাশি, যে কেউই এখন প্ল্যাটফর্মটিতে করা বিভিন্ন পোস্ট দেখতে পাবেন, এজন্য এতে কোনো অ্যাকাউন্ট থাকার বাধ্যবাধকতা থাকছে না।
“এর মানে হচ্ছে, এখন থেকে ব্যবহারকারীরা এমন সব বন্ধুর সঙ্গে তাদের কনটেন্ট শেয়ার করতে পারবেন যাদের ব্লুস্কাই অ্যাকাউন্ট নেই।” — বলেছেন নির্বাহী কর্মকর্তা জে গ্রেবার।
ব্লুস্কাইতে এখনও পর্যন্ত অ্যাকাউন্টের সংখ্যা প্রায় ১৬ লাখ। সামাজিক মাধ্যম হিসাবে এটি নেহাতই ছোট। এর মানে হচ্ছে, যে কোনো আড্ডা, দল বা গোষ্ঠীতে এমন মানুষের দেখা পাওয়া অনেকটাই বিরল যাদের একটি ব্লুস্কাই অ্যাকাউন্ট আছে - প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।
গত মাসেই ব্লুস্কাই একটি নতুন পাবলিক ওয়েব ইন্টারফেস কোম্পানি সম্পর্কে আভাস দিয়েছিল। ওই কোম্পানিটিই ব্লুস্কাইয়ের পোস্টগুলোকে আরও ব্যাপকভাবে দর্শকদের নাগালে নিয়ে আসবে। এরই ধারাবাহিকতায় ব্লুস্কাই বদল এনেছে তাদের লোগোতেও। সেখানে দেখা মিলবে একটি নীল প্রজাপতির।
কোম্পানির পরিবর্তন ও নবযাত্রা সম্পর্কে গ্রেবার এক ব্লগ পোস্টে লিখেছেন, "প্রজাপতির মতোই তার মথ থেকে বেরিয়ে আসা। আমরা ডানা মেলছি।"
গ্রেবার আরও বলেন, অনেক ব্লুস্কাই ব্যবহারকারী ইতোমধ্যেই সামাজিক মাধ্যম নেটওয়ার্কের প্রতীক হিসাবে প্রজাপতি ইমোজিটি ব্যবহার করছেন। তিনি লিখেছেন "এটা আমাদের ভালো লেগেছে, ডানা মেলার সঙ্গে সঙ্গে আমরা তা আপন করে নিয়েছি।"