২০২৫ সালে গুগল অ্যাসিস্ট্যান্ট থেকে আরও মোবাইল ডিভাইসকে জেমিনাই’তে রূপান্তরে কাজ করছে গুগল।
Published : 18 Mar 2025, 04:21 PM
ফুরিয়ে আসছে গুগল অ্যাসিস্ট্যান্টের দিন। এ বছরই বেশিরভাগ ফোন থেকে গুগল অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যারটি সরিয়ে নিচ্ছে সার্চ জায়ান্টটি।
শুক্রবার এক ঘোষণায় গুগল বলেছে, সব ধরনের অ্যান্ড্রয়েড ডিভাইসে ডিফল্ট হিসেবে থাকা গুগল অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যারটি বদলে নিজস্ব এআই মডেল জেমিনাই’তে সুইচ করবে তারা। ফলে “বেশিরভাগ মোবাইল ডিভাইস থেকে আর গুগল অ্যাসিস্ট্যান্ট-এ প্রবেশ করা যাবে না।”
কোম্পানিটি বলেছে, ২০২৫ সালে গুগল অ্যাসিস্ট্যান্ট থেকে আরও মোবাইল ডিভাইসকে জেমিনাই’তে রূপান্তরে কাজ করছে তারা। এমনকি “ট্যাবলেট, গাড়ি ও ব্যবহারকারীর ফোনের সঙ্গে সংযোগ রয়েছে এমন বিভিন্ন ডিভাইস, যেমন হেডফোন ও স্মার্টওয়াচ”কেও নতুন এআই অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ জেমিনাইতে আপগ্রেডের পরিকল্পনা রয়েছে তাদের।
এর মধ্যে আইওএসের মতো অন্যান্য প্ল্যাটফর্মও অন্তর্ভুক্ত থাকলেও সম্প্রতি গুগল বিভিন্ন স্মার্ট হোম ডিভাইসকে গুরুত্ব দিচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।
স্পিকার, ডিসপ্লে ও স্ট্রিমিং সাইটে ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দিতে জেমিনাই ব্যবহারের পরিকল্পনা বারবারই পুনর্ব্যক্ত করেছে মার্কিন এই প্রযুক্তি কোম্পানিটি।
অ্যাসিস্ট্যান্টের বদলে ডিফল্ট হিসেবে জেমিনাই দিয়ে নিজেদের পিক্সেল ৯ স্মার্টফোনটি চালু করেছে গুগল। কোম্পানিটি চাইছে সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের সব ফিচারে জেমিনাই’কে যোগ করতে। গুগলের সাম্প্রতিক এই পরিবর্তনটি সম্ভবত তারই প্রতিফলন।
গুগল অ্যাসিস্ট্যান্ট থেকে জেমিনাই’তে বদলের এই পরিবর্তনটি কবে ঘটবে তা স্পষ্ট নয়। তবে গত বছরের যেকোনো অ্যান্ড্রয়েড ১৬ সংস্করণের মডেলের ডিভাইসের জন্য এ পরিবর্তন আনা যুক্তিসঙ্গত হতে পারে।