ইনস্টাগ্রামের কনটেন্ট নির্মাতারা এআই চ্যাটবট-কে “নিজেদের একটি এক্সটেনশন হিসেবে” ব্যবহারের অনুমতি পাবেন।
Published : 30 Jul 2024, 07:19 PM
এআই স্টুডিও নামে নতুন একটি এআই টুল প্রকাশ করতে যাচ্ছে ফেইসবুকের মালিক কোম্পানি মেটা।
নতুন এ স্টুডিওর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমত নকশা করে চ্যাটবট তৈরি করতে পারবনে। বটটি শেয়ারও করা যাবে বলে সোমবার জানিয়েছে কোম্পানিটি।
ইনস্টাগ্রামের কনটেন্ট নির্মাতারা এআই চ্যাটবট-কে “নিজেদের একটি এক্সটেনশন হিসেবে” ব্যবহারের অনুমতি পাবেন। চ্যাটবটটি নির্মাতাদের সাধারণ মেসেজ, অনুসারীদের প্রশ্ন ও স্টোরির উত্তর দিতে কাজে লাগবে বলে জানিয়েছে মেটা।
ব্যবহারকারীরা তাদের তৈরি ‘এআই চরিত্র’ সোশাল মিডিয়া জায়ান্টের বিভিন্ন প্ল্যাটফর্মজুড়ে শেয়ার করতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
মেটার নতুন টুলটি “এলএলএএমএ ৩.১” প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে। এটি গত সপ্তাহে প্রকাশিত, যা কৃত্রিম বুদ্ধিমত্তার বেশিরভাগ ফ্রি মডেলের সবচেয়ে বড় সংস্করণ। এটি একাধিক ভাষায় পাওয়া যায় এবং এতে পারফরমেন্স মেট্রিক্স রয়েছে যা ওপেনএআই-এর মতো এআই খাতের বড় প্রতিদ্বন্দ্বীদের সাবস্ক্রিপশন বা খরুচে মডেলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে।
এদিকে, চ্যাটজিপিটির নির্মাতা কোম্পানি ওপেনএআই-ও ‘স্ট্রবেরি’ নামের একটি প্রজেক্ট নিয়ে কাজ করছে, যার বিস্তারিত বিশদ বিবরণ ওপেনএআই-এর অভ্যন্তরেও কঠোর গোপনীয়তার মধ্যে রাখা হয়েছে। এর কারণ হিসেবে রয়টার্স বলছে, স্টার্টআপটি দেখাতে চায়, তারা যে ধরনের মডেলগুলো বাজারে আনছে তার উন্নত যুক্তি-তর্কের ক্ষমতা রয়েছে।