আউডি, টয়োটা ও ফোক্সভাগেনসহ বেশ কয়েকটি গাড়ি নির্মাতা কোম্পানি দীর্ঘদিন ধরে নিজেদের বিভিন্ন গাড়িকে শহরের নানা অবকাঠামোর সঙ্গে যোগাযোগের উপায় নিয়ে কাজ করছে।
Published : 18 Aug 2024, 03:35 PM
সম্প্রতি নিরাপদ সড়কের পরিকল্পনা তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, যার আওতায় রাস্তায় চলাচলের সময় বিভিন্ন গাড়িকে দেখা যাবে একে অপরের সঙ্গে ‘কথা বলতে’।
দেশব্যাপী নিরাপদ সড়কের পরিকল্পনা তৈরি করেছে ‘ইউএস ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন (ডিওটি)’। যেখানে উঠে এসেছে, বিভিন্ন গাড়ির একে অপরের সঙ্গে যোগাযোগের মাধ্যমে পরিচালিত হওয়ার বিষয়টি।
ডিওটি বলছে, বড় পরিসরে ‘ভেহিকল-টু-এভরিথিং (ভিটুএক্স)’ বা গাড়ি থেকে সবকিছুতে এ প্রযুক্তিতে স্থাপন করার বিষয়টি ‘রাস্তায় প্রাণহানির সংখ্যা শূন্যে নামিয়ে আনতে একটি পদ্ধতি অনুসরণ করার প্রতিশ্রুতিকে’ বাড়িয়ে তুলবে।
দেশটির ‘ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন’-এর অনুমান, গত বছর মোটর গাড়ির দুর্ঘটনায় মারা গেছেন প্রায় ৪১ হাজার ব্যক্তি।
ভিটুএক্স বিভিন্ন গাড়িকে একে অপরের সঙ্গে অর্থাৎ পাশে থাকা পথচারী, সাইকেল চালক, রাস্তায় অন্যান্য ব্যবহারকারী ও রাস্তার পাশের অবকাঠামোর সঙ্গে যোগাযোগ রাখতে সক্ষম করে তোলে বলে প্রতিবেদন লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
গাড়ির অবস্থান ও গতির পাশাপাশি রাস্তার অবস্থার মতো তথ্য শেয়ার করতেও সহায়তা করে ভিটুএক্স। এমনকি বৈরি পরিস্থিতিতে বিশেষ করে ঘন কুয়াশার মধ্যেও এমনটি করতে সক্ষম এটি।
গোটা যুক্তরাষ্ট্রে এই কার্যক্রম চালুর জন্য মোবাইল, ইন-ভেহিকল ও রাস্তার পাশের অবকাঠামোর সঙ্গে এ প্রযুক্তিটির সমন্বয় করার প্রয়োজন হবে, যা মানুষের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রেখে সক্ষমতার সঙ্গে ও নিরাপদে যোগাযোগ করতে পারবে বলে যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ভিটুএক্স ডিপ্লয়মেন্ট প্ল্যান’-এ উল্লেখ করেছে ডিওটি।
সংস্থাটি বলেছে, দেশজুড়ে বিভিন্ন ছোট আকারের স্থাপনায় নানা নিরাপত্তা সুবিধা দিয়েছে ভিটুএক্স। নিরাপত্তা অধিকারকর্মীরা দাবি, এই প্রযুক্তিটি লাখ লাখ দুর্ঘটনা কমাতে পারে ও আঘাতের গতি কমিয়ে সংঘর্ষের প্রভাবকেও কমাতে পারে।
ডিওটির পরিকল্পনার সময়রেখাটি ২০৩৬ অবধি বাড়ানো হয়েছে, এ সময়ের মধ্যে দেশটির ন্যাশনাল হাইওয়ে সিস্টেম জুড়ে ‘ভিটুএক্স’ পুরোপুরি চালু করার আশা করছে সংস্থাটি।
দেশটির শীর্ষ ৭৫টি মেট্রো অঞ্চলে ৮৫ শতাংশ ট্রাফিক মোড়ে এ প্রযুক্তিটি চালু হবে। স্বল্প মেয়াদে সংস্থাটি ২০২৮ সালের মধ্যে জাতীয় মহাসড়ক ব্যবস্থার ২০ শতাংশ ও প্রধান মেট্রো অঞ্চলে ২৫ শতাংশ মোড় জুড়ে ভিটুএক্স প্রযুক্তি চালু করার লক্ষ্য নিয়েছে।
“পরিবহন শিল্পের জন্য জাতীয় পরিকল্পনা প্রণয়নে এই বিভাগটি বর্তমানে গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছেছে, যা জীবন বাঁচাতে ও আমাদের যাতায়াতের ধরন বদলে দেওয়ার ক্ষমতা রাখে।” – বিবৃতিতে বলেছেন পরিবহন মন্ত্রী পিট বুটাজিজ।
আউডি, টয়োটা ও ফোক্সভাগেনসহ বেশ কয়েকটি গাড়ি নির্মাতা কোম্পানি দীর্ঘদিন ধরে নিজেদের বিভিন্ন গাড়িকে একে অপরের সঙ্গে ও শহরের নানা অবকাঠামোর সঙ্গে যোগাযোগের উপায় নিয়ে কাজ করছে। কারণ, অটোনোমাস ড্রাইভিংয়ের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ।
ওবামা প্রশাসনের অধীনে ‘ভেহিকল টু ভেহিকেল (ভিটুভি)’ বা গাড়ি থেকে গাড়ির যোগাযোগকে নতুন গাড়ির একটি বাধ্যতামূলক ফিচার হিসাবে তৈরি করার প্রচেষ্টা ছিল। তবে ট্রাম্প প্রশাসন এসে সেই পরিকল্পনা ভেস্তে দেয়।