কিশোর বয়সীদের মাদক থেকে রক্ষায় তৎপরতা বাড়াচ্ছে স্ন্যাপচ্যাট
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jan 2022 03:46 PM BdST Updated: 20 Jan 2022 03:46 PM BdST
-
ছবি: রয়টার্স
নিজস্ব প্ল্যাটফর্মে বেআইনি মাদকের বেচা-কেনা বন্ধে তৎপরতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সামাজিক মাধ্যম প্রতিষ্ঠান স্ন্যাপচ্যাট। নিজ প্ল্যাটফর্মে কিশোর বয়সীদের নিরাপত্তা বাড়ানোর অংশ হিসেবে নতুন কয়েকটি পদক্ষেপ সম্পর্কে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
শিশু-কিশোরদের সঙ্গে অপরিচিতিদের আলাপচারিতার সুযোগ কমিয়ে আনতে ‘কুইক অ্যাড সাজেশন’-এ পরিবর্তন আনার কথা জানিয়েছে স্ন্যাপ। “অন্য কারো কাছে কুইক অ্যাডের মাধ্যমে আবিষ্কৃত হতে চাইলে ১৮ বছরের কম বয়সীদের ওই ব্যক্তির সঙ্গে নির্দিষ্ট সংখ্যক বন্ধুর পরিচয় থাকতে হবে”-- এক ব্লগ পোস্টে বলেছে প্রতিষ্ঠানটি।
আগে ‘মিউচুয়াল কানেকশন’-এর ভিত্তিতে সম্ভাব্য বন্ধুদের সাজেশন দিত অ্যাপটি। এ ক্ষেত্রে ওই ব্যক্তিকে ব্যবহারকারী বাস্তব জীবনে চেনেন কি না, সেটি বিবেচনায় নেওয়ার কোনো সুযোগ ছিল না।
পাশাপাশি, অভিভাবকদের জন্যেও নতুন ‘টুল’ তৈরি করছে স্ন্যাপ। স্ন্যাপ আগামী কয়েক মাসের মধ্যেই বাজারে নতুন ‘প্যারেন্টাল টুল’ আনবে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট। এর মাধ্যমে অ্যাপটিতে অপ্রাপ্তবয়স্কদের কার্যক্রমের উপর নজর রাখতে পারবেন অভিভাবকরা।
গেল বছরের অক্টোবর মাসেই নিজস্ব প্ল্যাটফর্মে নিষিদ্ধ মাদকের বেচা-কেনা নিয়ে বিতর্কিত হয়েছিল স্ন্যাপ। মাদক সেবনে কিশোর বয়সী ও তরুণদের মৃত্যুর ঘটনায় অভিযোগের আঙ্গুল উঠেছিল স্ন্যাপচ্যাটের দিকে। ওই প্ল্যাটফর্মটির মাধ্যমেই কিশোর বয়সীরা মাদক বিক্রেতার সঙ্গে যোগাযোগ করেছিলেন– সন্দেহ তদন্তকারীদের।
নিজস্ব প্ল্যাটফর্মের অ্যালগরিদমে মাদক নিয়ে আলাপ এবং কনটেন্ট চিহ্নিত করতে মতো সক্ষমতা যোগ করার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি; পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গেও কাজ চলছে বলে জানিয়েছে স্ন্যাপ।
-
নতুন পিসিতে পুরনো অ্যাপ: পরীক্ষায় মাইক্রোসফট
-
চীনের লকডাউনে পেছালো অ্যাপলের আইফোন উৎপাদন
-
নিজের ফেইসবুক অ্যাকাউন্ট মুছে দেবেন যেভাবে
-
গোলকধাঁধা থেকেও পালাতে পারে ‘পাস্তা রোবট’
-
ক্রিপ্টো ধসে বিপাকে ইউক্রেইন সরকার
-
স্ট্রিমারদের জন্য নতুন গ্রাহক সেবা আনছে টিকটক
-
শক্তি ব্যবহার কমাতে ‘লিকুইড কুলিং’য়ে যাচ্ছে এনভিডিয়া
-
অবশেষে কেমব্রিজ অ্যানালিটিকায় অভিযুক্ত জাকারবার্গ
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- সাক্কুকে কি ‘চ্যালেঞ্জের মুখে’ ফেললেন নিজাম