মার্কিন নিষেধাজ্ঞার কবল থেকে রেহাই পেলো শাওমি

মার্কিন নিষেধাজ্ঞার কবল থেকে আনুষ্ঠানিকভাবে রেহাই পেয়েছে শাওমি। সম্প্রতি এ ব্যাপারে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2021, 12:02 PM
Updated : 26 May 2021, 12:02 PM

বুধবার শাওমি জানিয়েছে, মার্কিন এক আদালত প্রতিষ্ঠানটিকে ‘কমিউনিস্ট চাইনিজ মিলিটারি কোম্পানি’ (সিসিএমসি) থেকে অব্যাহতি দিয়েছে এবং মার্কিনীদের শেয়ার কেনা বা হাতে রাখার উপর থেকেও নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে।

রাষ্ট্রীয় নিরাপত্তা শঙ্কায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় শাওমিকে সিসিএমসি প্রতিষ্ঠান হিসেবে আখ্যা দিয়েছিল। পরে মঙ্গলবার ‘দ্য ইউ.এস ডিস্ট্রিক্ট কোর্ট ফর দ্য ডিস্ট্রিক্ট কোর্ট অফ কলম্বিয়া’ এক চূড়ান্ত নির্দেশে তা বাতিল করে, - হংকং শেয়ার বাজারের এক নথিতে জানিয়েছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

শাওমি চেয়ারম্যান লেই জুন এক বিবৃতিতে বলেছেন, “প্রতিষ্ঠান ফের বলছে যে এটি উন্মুক্ত, স্বচ্ছ, প্রকাশ্য, স্বাধীনভাবে পরিচালিত কর্পোরেশন।”

এর আগে মে মাসের শুরুতে এক নথিতে উঠে এসেছিল, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় শাওমিকে সরকারি কালো তালিকা থেকে রেহাই দেবে।