হোয়াটসঅ্যাপ বিমুখদের ভিড়ে বসে গেল সিগনাল
নিউজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jan 2021 03:01 PM BdST Updated: 16 Jan 2021 06:08 PM BdST
তথ্যের গোপনীয়তা নিয়ে উদ্বেগ থেকে দলে দলে মানুষ হোয়াটসঅ্যাপ ছেড়ে সিগনাল-এ ভিড় করায় বসে গেছে এই ভিডিও কলিং ও মেসেজিং অ্যাপটি।
সিগনাল গ্রাহকরা শুক্রবার বেশ কয়েক ঘণ্টা ধরে অ্যাপটি ব্যবহার করতে না পারার অভিযোগ তোলেন বলে বিবিসি জানিয়েছে।
ছবি: রয়টার্স
এই পরিস্থিতিতে সিগন্যাল জানিয়েছে, তাদের কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল এবং তা দ্রুততম সময়ে কাটিয়ে ওঠার চেষ্টা চলছে।
ফেইসবুকের সহযোগী প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ বিশ্বের বিভিন্ন স্থানের মতো বাংলাদেশেও কথা বলা ও মেসেজ চালাচালির জন্য জনপ্রিয়।
কিন্তু সম্প্রতি হোয়াটসঅ্যাপ তাদের নতুন নীতিমালা জারির ঘোষণা দেয়। এতে লোকেশন এবং নম্বরসহ ফোনের কিছু তথ্য নেওয়া এবং তা ফেইসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের সঙ্গে শেয়ার করার কথা জানায়।
ফেইসবুকের সঙ্গে ‘ডেটা শেয়ারে বাধ্য’ হোয়াটসঅ্যাপ গ্রাহক
এর প্রতিক্রিয়ায় সারাবিশ্বেই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা দলে দলে অ্যাপটি ছাড়তে শুরু করে।

ছবি: রয়টার্স
বিবিসি জানায়, এক সপ্তাহে হোয়াটসঅ্যাপ ডাউনলোডের সংখ্যা ১ কোটি ১৩ লাখ থেকে ৯২ লাখে নেমে আসে।
এর বিপরীতে সিগনাল, টেলিগ্রাম ও বিপের মতো ভিডিও কলিং ও মেসেজিং অ্যাপ ডাউনলোড হু হু করে বাড়তে থাকে।
বিবিসি জানায়, গত ৪ জানুয়ারি হোয়াটসঅ্যাপের নতুন ঘোষণা আসার আগের সপ্তাহে যেখানে সিগন্যালের ডাউনলোড সংখ্যা ছিল আড়াই লাখের কম, পরের এক সপ্তাহে তা বেড়ে ৮৮ লাখে গিয়ে উঠেছে।
ভারতে ডাউনলোড সংখ্যা ১২ হাজার থেকে বেড়ে ২৭ লাখ হয়েছে। বাংলাদেশেও অনেকে সিগন্যালে আগ্রহী হয়ে উঠেছেন।
টেলিগ্রামের গ্রাহকও বাড়ছে দ্রুত গতিতে। এক সপ্তাহে এই অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা সাড়ে ৬ লাখ থেকে কোটি এক কোটি ছাড়িয়ে গেছে।
বাংলাদেশে তুরস্কের অ্যাপ বিপ ডাউনলোডের সংখ্যা এই সময়ে সবচেয়ে বেড়েছে বলে জানিয়েছে বিবিসি।
হোয়াটসঅ্যাপ নীতি বিতর্ক: ডাউনলোড বেড়েছে সিগনাল ও টেলিগ্রামের
এদিকে গ্রাহক হারিয়ে কিছুটা পিছু হটেছে হোয়াটসঅ্যাপ।
তারা আগে বলেছিল, নতুন শর্ত প্রতিপালন না করলে ৮ ফেব্রুয়ারি তারা ব্যবহারকারীর একাউন্ট বন্ধ করে দেবে।
এখন তারা এই সময়সীমা ১৫ মে নাগাদ পিছিয়ে দিয়েছে। সেই সঙ্গে গ্রাহকদের আশ্বস্ত করতে বলেছে, তারা কোনো গ্রাহকের ফোন কিংবা মেসেজ আড়ি পেতে দেখে না এবং সেটা ফেইসবুকও করবে না।
-
বায়োটেক প্লাজমা প্রযুক্তির যুগে বাংলাদেশ
-
সারফেস ডুয়ো ২, উন্নত ক্যামেরা, ৫জি: সত্যি?
-
চেহারা স্ক্যান করায় ফেইসবুকের খেসারত ৬৫ কোটি ডলার
-
অ্যাপের ‘অনাচার’ বন্ধ করতে প্রযুক্তি বানাচ্ছে চীন
-
কয়েক বছরেই অ্যাপে বার্ষিক খরচ হবে ২৭ হাজার কোটি ডলার
-
কেন আইফোনের চেয়ে অ্যান্ড্রয়েডই বেশি পছন্দ গেটসের?
-
এ বছরই বৈদ্যুতিক গাড়ি বানানোর লক্ষ্য হুয়াওয়ের
-
মার্চেই চারটি ডিভাইস ‘আনছে’ ওয়ানপ্লাস?
সর্বাধিক পঠিত
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- অনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- সেভিয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেল বার্সা
- বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
- টিভি সূচি (সোমবার, ০১ মার্চ ২০২১)
- ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পিএসসিকে নেওয়ার উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি
- হতাশা পেছনে ফেলে জয়ে ফিরল লিভারপুল
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই