ফেইসবুকের সঙ্গে ‘ডেটা শেয়ারে বাধ্য’ হোয়াটসঅ্যাপ গ্রাহক
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jan 2021 06:04 PM BdST Updated: 08 Jan 2021 06:04 PM BdST
-
ছবি- রয়টার্স
হোয়াটস্যাপ ব্যবহার করতে চাইলে এখন থেকে ব্যবহারকারীদেরকে তাদের তথ্য ফেইসবুকের সঙ্গে শেয়ারে রাজি হতে হবে। নতুন এক আপডেটের মাধ্যমে ব্যবহারকারীদেরকে এই সম্মতি দিতে বাধ্য করছে ফেইসবুক অধীনস্থ এই চ্যাটিং সেবা।
বিবিসি’র প্রতিবেদন বলছে, এনক্রিপটেড মেসেজিং সেবাদাতা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পপ-আপ বার্তা দিয়ে সতর্ক করে ব্যবহারকারীদের বলা হচ্ছে, "হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হলে এই আপডেটগুলো মেনে নিতেই হবে।"
অন্যদিকে হোয়াটসঅ্যাপের মালিক প্রতিষ্ঠান ফেইসবুক বলছে, ইউরোপ আর যুক্তরাজ্যের ব্যবহারকারীরা এই পরিবর্তন দেখতে পাবে না। তবে, তাদেরকেও এই নতুন শর্ত মেনে নিতে হবে।
হোয়াটসঅ্যাপের এই শর্ত খোলাখুলিভাবে প্রকাশ করার পদক্ষেপকে ইইউ গোপনতা নীতিনির্ধারকদের জয় হিসেব স্বাগত জানিয়েছেন অনেকে।
ওই দুই অঞ্চলেই নতুন এই পরিবর্তন মেনে নেওয়ার শেষ সময়সীমা হচ্ছে ৮ ফেব্রুয়ারি। এরপর থেকে "আপনাকে (ব্যবহারকারী) হোয়াটসঅ্যপ ব্যবহারে এই আপডেটগুলো মেনে নিতে হবে", পপ-আপ বার্তায় এমনভাবেই সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।
কোনো পরিবর্তন আসার পর প্রথম ৩০ দিন ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত তথ্য ফেইসবুকের সঙ্গে শেয়ার না করার অপশন ছিল আন্তর্জাতিক গোপনতা নীতিমালায়। এই ধারা এখন তুলে নেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপের নতুন সতর্কবার্তায় ব্যবহারকারীদেকে অনলাইন সহায়তা কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে "আপনি যদি আপনার অ্যাকাউন্ট মুছে ফেলতে চান" এমন অপশন দেওয়া হয়েছে।
বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটির অধীনস্থ এই চ্যাটিং প্ল্যাটফর্মের এমন নীতিতে বিরক্ত হয়েছেন অনলাইন জগতের অনেকেই।
টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক এই পরিবর্তনের প্রতিক্রিয়া হিসেবে ব্যবহারকারীদেরকে সিগনাল ও টেলিগ্রামের মতো গোপনতায় জোর দেওয়া মেসেজিং সেবায় চলে যেতে আহ্বান জানিয়েছেন।
-
কৃষ্ণাঙ্গ কনটেন্ট নির্মাতাদের অর্থ সহায়তা দেবে স্ন্যাপচ্যাট
-
মার্কিন ক্রিপ্টো কোম্পানি হারমোনিতে ‘ক্রিপ্টো ডাকাতি’
-
গর্ভপাত: মার্কিন নারীদের গলার কাঁটা হচ্ছে ব্যক্তিগত ডেটা
-
ভিডিও সেলফিতে বয়স যাচাই করবে ইনস্টাগ্রাম
-
আইওএস সংস্করণে নিরাপত্তা ফিচার আনছে ক্রোম
-
ক্রাউডট্যাঙ্গল ‘বন্ধ করার পরিকল্পনায়’ মেটা
-
টিকটকের শীর্ষে এখন খাবি লামি
-
ইতালীয় কোম্পানি যোগাচ্ছে ‘ফোন হ্যাকিংয়ের হাতিয়ার’: গুগল
সর্বাধিক পঠিত
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
- ‘নিজের গায়ে’ আগুন দিয়ে হাসপাতালে নারী চিকিৎসক
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুর উদ্বোধনে এসে ‘সৌভাগ্যবান’ মনে করছেন জাফরুল্লাহ
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- যুক্তরাষ্ট্রের জন্য আজ দুঃখের দিন: বাইডেন