উইচ্যাট নিষেধাজ্ঞায় সাময়িক লাগাম টানতে পারেন বিচারক

গ্রাহক অনুরোধের প্রেক্ষিতে চীনা অ্যাপ উইচ্যাটের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা সাময়িকভাবে আটকানোর ইচ্ছা পোষণ করেছেনে এক মার্কিন বিচারক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2020, 02:20 PM
Updated : 18 Sept 2020, 02:20 PM

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, বৃহস্পতিবার এক শুনানিতে বিচারক লরেল বিলার জানিয়েছেন, প্রেসিডেন্টের আদেশ অত্যন্ত অস্পষ্ট হওয়ার কারণে তিনি প্রাথমিক আজ্ঞা দিতে প্রস্তুত।

নিষেধাজ্ঞার বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেননি বিচারক।

ট্রাম্প প্রশাসনের চাপিয়ে দেওয়া নিষেধাজ্ঞা আটকাতে স্যান ফ্রান্সিসকোর ডিসট্রিক্ট কোর্টে আবেদন জানিয়েছেন উইচ্যাটের গ্রাহক, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং বিভিন্ন গোষ্ঠী।

এদিকে উইচ্যাটের কোন লেনদেনগুলোতে নিষেধাজ্ঞা দেওয়া হবে, সে বিষয়গুলো স্পষ্ট করতে রোববারের মধ্যে নীতিমালা উন্মুক্ত করতে প্রস্তুত মার্কিন বাণিজ্য মন্ত্রী উইলবার রস।

চলতি বছরের অগাস্টে জাতীয় নিরাপত্তার ঝুঁকির কথা বলে উইচ্যাট মালিক প্রতিষ্ঠান টেনসেন্ট হোল্ডিংস লিমিটেড এবং ক্ষুদ্র ভিডিও শেয়ারিং সেবা টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের সঙ্গে লেনদেন নিষিদ্ধ করেছে প্রেসিডেন্ট ট্রাম্প।

বুধবার বিচার বিভাগ জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাপটি নিষিদ্ধ করলেও উইচ্যাট গ্রাহকরা বেসামরিক বা অপরাধজনিত জরিমানার মুখে পড়বেন না।