ক্যালটেকের পেটেন্ট: ক্ষতিপূরণ দিতে হবে অ্যাপলের

পেটেন্ট করা প্রযুক্তি ব্যবহারের দায়ে ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজিকে (ক্যালটেক) ৮৩ কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে হবে অ্যাপলের। সম্প্রতি এমন আদেশই দিয়েছেন মার্কিন ফেডারেল জুরিরা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2020, 06:22 PM
Updated : 30 Jan 2020, 06:22 PM

প্রায় চার বছর আগে পেটেন্ট লঙ্ঘনের অভিযোগ তুলে অ্যাপলের নামে মামলা করেছিল ক্যালটেক। অভিযোগে বলা হয়েছিল, বিশ্ববিদ্যালয়টির ওয়াই-ফাইয়ের ডেটা ট্রান্সমিশন সংশ্লিষ্ট চারটি পেটেন্ট লঙ্ঘন করেছে অ্যাপল এবং ব্রডকম। ওই মামলার রায়ই এসেছে বুধবার। ফেডারেল জুরিরা দুটি প্রতিষ্ঠানকেই দোষী সাব্যস্ত করেছে। -- খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর।

সবমিলিয়ে দুই প্রতিষ্ঠানকে ১১০ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার রায় দিয়েছেন জুরিরা। এর মধ্যে অ্যাপলকে দিতে হবে ৮৩ কোটি ৭০ লাখ, আর ২৭ কোটি ডলার দিতে হবে ব্রডকম’কে। প্রতিষ্ঠান দুটি পেটেন্ট লঙ্ঘন না করলে, ওই পেটেন্ট থেকে যা আয় হতো তা হিসেব করে ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারণ করা হয়েছে।

এদিকে, রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে অ্যাপল।