প্রযুক্তিকে বাধা দেওয়া উচিত না যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

প্রতিযোগিতার মাধ্যমেই যুক্তরাষ্ট্র প্রযক্তি খাতে শীর্ষস্থান দখল করবে, অন্যদের প্রযুক্তিতে বাধা দিয়ে নয় এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2019, 06:22 PM
Updated : 22 Feb 2019, 06:22 PM

মার্কিন প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্যে ট্রাম্প বলেন, “আপনাদের কার্যকরিতা বাড়ান, নয়তো পিছিয়ে থাকবেন।”

নির্দিষ্ট করে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ের কথা উল্লেখ না করলেও অনেকেই মন্তব্য করেছেন যে, প্রতিষ্ঠানটিকে কিছুটা খোঁচা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট-- খবর বিবিসি’র।

সাম্প্রতিক সময়ে সহযোগী দেশগুলোকে ৫জি মোবাইল নেটওয়ার্ক পরিকল্পনা থেকে হুয়াওয়েকে বাদ দিতে চাপ দিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র।

ইতোমধ্যেই নিরাপত্তা ঝুঁকির কারণে নেটওয়ার্ক তৈরিতে হুয়াওয়ের যন্ত্রাংশ সরবরাহে নিষেধাজ্ঞা দিয়েছে কিছু দেশ। কিন্তু সম্প্রতি যুক্তরাজ্যের সাইবার নিরাপত্তা প্রধান বলেন এই ঝুঁকিগুলো নিয়ন্ত্রণ করা যেতে পারে।

এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, “আমি যতো তাড়াতাড়ি সম্ভব যুক্তরাষ্ট্রে ৫জি, এমনকি ৬জি প্রযুক্তি চাই।”

“আমি চাই যুক্তরাষ্ট্র প্রতিযোগিতার মাধ্যমে জিতুক, অন্যান্য আরও উন্নত প্রযুক্তিতে বাধা দিয়ে নয়।”

“মার্কিন প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই তাদের কার্যকরিতা বাড়াতে হবে, নয়তো পিছিয়ে থাকবে,” যোগ করেন ট্রাম্প।

চলতি সপ্তাহেই বিবিসি’র সঙ্গে এক সাক্ষাৎকারে হুয়াওয়ে প্রতিষ্ঠাতা রেন ঝেংফেই বলেন, “কোনোভাবে যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠানটিকে দমাতে পারবে না।” হুয়াওয়ে প্রতিষ্ঠাতার এমন মন্তব্যের পরই কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট।