নতুন চার স্মার্টফোন আনলো হুয়াওয়ে

স্মার্ট ক্যামেরা ও ভিডিও ফিচার নিয়ে মঙ্গলবার নতুন ‘মেইট ২০’ সিরিজে চার ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মোচন করেছে স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে।  

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2018, 07:09 PM
Updated : 29 Nov 2018, 11:07 AM

চলতি বছর মার্কিন টেক জায়ান্ট অ্যাপলকে টপকে স্মার্টফোন খাতে দ্বিতীয় শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নেওয়া হুয়াওয়ে’র নতুন এই স্মার্টফোন সিরিজে আনা হয়েছে লাইকা ক্যামেরার প্রযুক্তি। 

নতুন এই প্রিমিয়াম লাইন-আপে চারটি মডেল রয়েছে। বর্তমানে ‘জাতীয় নিরাপত্তা উদ্বেগ’-এর কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্রে হুয়াওয়ে’র পণ্য বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া আছে। যুক্তরাষ্ট্র বাদে বিশ্বের সব দেশেই নতুন এই স্মার্টফোনগুলো পাওয়া যাবে বলে উল্লেখ করা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।  

নতুন এই লাইন-আপে থাকা মেইট ২০--এর দাম রাখা হবে ৭৯৯ থেকে ৮৪৯ ইউরো এবং মেইট ২০ প্রো-এর দাম পড়বে ১০৪৯ ইউরো।

নতুন এই স্মার্টফোনগুলোতে থাকবে আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৩এক্স টেলিফোটো লেন্স আর একটি ম্যাক্রো লেন্স। এই ম্যাক্রো লেন্স দিয়ে আড়াই সেন্টিমিটার পর্যন্ত কাছের বস্তুর ছবি তোলা যাবে।