ভারতে পাঁচ মিনিটে শেষ নোভা ৩আই

ভারতে বিক্রি শুরুর মাত্র পাঁচ মিনিটের মাথায় শেষ হয়ে গিয়েছে হুয়াওয়ে’র স্মার্টফোন ‘নোভা ৩আই’, মঙ্গলবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে হুয়াওয়ে কনজিউমার বিজনেস গ্রুপ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2018, 07:08 AM
Updated : 22 August 2018, 07:08 AM

দেশটিতে হুয়াওয়ে কনজিউমার বিজনেস গ্রুপ-এর প্রোডাক্ট সেন্টার-এর পরিচালক অ্যালেন ওয়্যাং এক বিবৃতিতে বলেন, “ভারত হুয়াওয়ে’র জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার ও ভারতে প্রযুক্তিপ্রেমি গ্রাহকদের সঙ্গে থাকা গভীর সম্পর্ক এখানে আমাদের ব্র্যান্ড-এর ক্রমবর্ধমান উপস্থিতি প্রমাণ করে।”

পাঁচ মিনিটে স্টক শেষ হয়ে যাওয়ার কথা বলা হলেও ঠিক কতোগুলো ফোন বিক্রি হয়েছে ওই সময়ে তার উল্লেখ করেনি প্রতিষ্ঠানটি।

২৭ অগাস্ট দুপর ১২টায় মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের ভারতীয় সাইটের মাধ্যমে স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠানটির স্মার্টফোনটি দ্রুত বিক্রির ঘোষণা দেয় বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

দেশটিতে ২০,৯৯০ রুপি দামে আইরিশ পারপল রঙে এই স্মার্টফোন পাওয়া যাচ্ছে।   

সম্প্রতি হুয়াওয়ে তাদের নোভা ৩ স্মার্টফোনের বিজ্ঞাপনে এই স্মার্টফোন দিয়ে তোলা ছবির উদাহরণ দেখাতে ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা ছবি ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে। যদিও হুয়াওয়ের’র যুক্তি হচ্ছে এই বিজ্ঞাপনে ছবিটি নোভা ৩ দিয়ে তোলা এমনটা দাবি করা হয়নি।

আরও খবর