এবার টুইটারে সাজা পেলেন জোনস

এক সপ্তাহের জন্য ষড়যন্ত্র তত্ত্ববিদ অ্যালেক্স জোনসকে নিজেদের প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করছে টুইটার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2018, 02:26 PM
Updated : 15 August 2018, 02:26 PM

জোনস-এর এই অ্যাকাউন্ট ‘রিড অনলি’ মোডে চলে যাবে, যার মানে হচ্ছে অ্যাকাউন্ট বন্ধ করে দিলেও আগের পোস্টগুলো অন্যরা দেখতে পাবেন।

কেন এই পদক্ষেপ নেওয়া হলো তা এখনও নিশ্চিত করেনি সামাজিক মাধ্যমটি। তবে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, জোনস তার অনুসারীদেরকে “ব্যাটল রাইফেল”-এর জন্য প্রস্তুতি নিতে বলছেন এমন একটি ভিডিও’র লিঙ্ক টুইট করেন।

এই টুইট নিপীড়নমূলক আচরণ হিসেবে নীতিমালা লঙ্ঘন করেছে বলে বিবেচনা করেছে টুইটার, এমনটাই অভিমত বিবিসি’র।

এই নিষেধাজ্ঞা শুধু ‘রিয়েলঅ্যালেক্সজোনস’ অ্যাকাউন্টটির বিরুদ্ধেই নেওয়া হয়েছে, যার ফলোয়ার সংখ্যা ৮,৯০,০০০।

এরপর ইনফোয়ার্স নামে নিজের আরেকটি অ্যাকাউন্টে গিয়ে জোনস টুইটারের এই পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। এই অ্যাকাউন্টটিকে নিজের ‘সাব-অ্যাকাউন্ট’ হিসেবে আখ্যা দেন জোনস, যার ফলোয়ার সংখ্যা ৪,৩১,০০০। 

আরও খবর-