ইনফোওয়ার্সকে সরিয়ে দিলো প্ল্যাটফর্মগুলো

আইটিউনস, ফেইসবুক এবং স্পটিফাই থেকে বিতারিত হয়েছেন ‘ষড়যন্ত্র তত্ত্ববিদ’ অ্যালেক্স জোনস।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2018, 03:17 PM
Updated : 6 August 2018, 03:18 PM

অ্যালেক্স জোনস আর তার ইনফোওয়ার্স-এর শত শত পডকাস্ট নিজেদের আইটিউনস আর পডকাস্ট অ্যাপগুলো থেকে সরিয়ে ফেলেছে অ্যাপল। এক বিবৃতিতে অ্যাপলের পক্ষ থেকে বলা হয়, তারা এসব “ঘৃণামূলক বিবৃতি সহ্য করে না।”

“ঘৃণামূলক বিবৃতি ব্যবহারের কারণে” ইনফোওয়ার্স পেইজ ‘আনপাবলিশড’ করে দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেইসবুকও। 

সোমবার স্পটিফাই বিবিসিকে বলে, তারাও তাদের পডকাস্ট থেকে অ্যালেক্স জোনস শো সরিয়ে নিয়েছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলে, আমরা ঘৃণামূলক কনটেন্টগুলো গুরুত্বের সঙ্গে নেই…।”

“স্পটিফাইয়ের কনটেন্ট নীতিমালা বারবার লঙ্ঘনের কারণে দ্য অ্যালেক্স জোনস শো স্পটিফাই প্ল্যাটফর্ম থেকে অ্যাকসেস হারিয়েছে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া টুইন টাওয়ার আক্রমণের ঘটনা মার্কিন সরকারের সাজানো ছিল- এমন ষড়যন্ত্র তত্ত্ব বারবার বলার কারণে জোনস অনেক সমালোচিত।

অ্যাপল তাদের নিজস্ব সার্ভারে ইনফোওয়ার্স পডকাস্টগুলো না রাখলেও, এতদিন আইটিউনস ও পডকাস্টস অ্যাপগুলো লাখ লাখ মানুষের কাছে এ প্রোগ্রামগুলো দেখার সুযোগ করে দিচ্ছিল।

আইটিউনস-এ ইনফোওয়ার্স সংশ্লিষ্ট ছয়টি অনুষ্ঠানের পাঁচটিই নেই, এগুলোর সব পর্ব সরিয়ে ফেলা হয়েছে।

চলতি বছর জুলাইয়ে ইউটিউব জোনস-এর চ্যানেল থেকে চারটি ভিডিও সরিয়ে দেয়, এই চ্যানেলের ফলোয়ার সংখ্যা ২৪ লাখেরও বেশি।

মুছে দেওয়া ভিডিওগুলোর মধ্যে জোনস ইউরোপে যাওয়া মুসলিম অভিবাসীদের সমালোচনা করেন ও  তৃতীয়লিঙ্গের মানুষদের নিয়ে নিন্দা করেন।