হুয়াওয়ে’র ১৮ হাজার রাউটার আক্রান্ত: দাবি হ্যাকারের

২৪ ঘন্টার মধ্যে বটনেট নেটওয়ার্ক বানিয়ে হুয়াওয়ের ১৮ হাজার রাউটার আক্রান্ত করার দাবি করেছেন এক হ্যাকার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2018, 06:08 PM
Updated : 22 July 2018, 06:08 PM

হ্যাকারের ছদ্মনাম বলা হয়েছে ‘অ্যানার্কি’। পুরানো দুর্বলতা কাজে লাগিয়ে এই বটনেট বানানো হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে ইকোনোমিক টাইমস।

ব্লিপিং কম্পিউটারের আরেক প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে প্রথম এই বটনেট আবিষ্কার করেন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান নিউস্কাই সিকিউরিটি’র নিরাপত্তা গবেষকরা।

পরবর্তীতে হুয়াওয়ে রাউটারের ঝুঁকির কথা নিশ্চিত করেছে র‍্যাপিড৭ এবং কিহু ৩৬০ নেটল্যাব-এর মতো নিরাপত্তা প্রতিষ্ঠান। সাম্প্রতিক সময়ে হুয়াওয়ে ডিভাইস স্ক্যান করে অনেক গড়মিল পেয়েছে প্রতিষ্ঠানগুলো।

নিউস্কাই নিরাপত্তা গবেষক আংকিট আনুভাভ বিশ্বাস করেন সাইবার নিরাপত্তার একজন পরিচিত হুমকি হতে পারেন অ্যানার্কি। এর আগেও তাকে ‘উইকেড’ নামে শনাক্ত করা হয়েছে।

এবারের হামলায় নিরাপত্তা গবেষকদের কাছে সবচেয়ে আশ্চর্যের বিষয়টি হলো, এই বিশাল বটনেট নেটওয়ার্ক তৈরি করা হয়েছে মাত্র একদিনের মধ্যে, তাও পুরোনো দুর্বলতাকে কাজে লাগিয়ে।