এবার দুর্ঘটনায় টেসলা গাড়ি, চালক নিহত

উবারের স্বচালিত গাড়ির দুর্ঘটনায় এক নারী পথচারী নিহত হওয়া নিয়ে আলোচনার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে দুর্ঘটনার নতুন শিরোনামের জন্ম দিলো টেসলা মডেল এক্স গাড়ি। দুর্ঘটনায় মডেল এক্স গাড়িটির চালক নিহত হন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2018, 02:27 PM
Updated : 25 March 2018, 02:29 PM

প্রযুক্তি সাইট এনগ্যাজেট-এর প্রতিবেদনে বলা হয়, মর্মান্তিক এক দুর্ঘটনার পর বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি স্বচালিত গাড়ির প্রযুক্তির নিরাপত্তা উদ্বেগ নিয়ে নজরদারি আরও বাড়ালো।

ছবি- টুইটার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হাইওয়ে ১০১-এ এই দুর্ঘটনা ঘটে। বৈদ্যুতিক এসইউভি গাড়িটি মহাসড়কের ‘রোড ডিভাইডার’-এর সঙ্গে ধাক্কা খায়। পরে আরও দুটি গাড়িও ধাক্কা খায় মডেল এক্স গাড়িটির সঙ্গে। গাড়িটির সামনের অর্ধেক বিধ্বস্ত হয় আর এতে আগুন ধরে যায়। ব্যাটারি থেকে এই আগুন ধরেছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

এ ঘটনা তদন্তে এক কর্মীকে পাঠিয়েছে টেসলা। দুর্ঘটনার সময় আগুনে গোলা দেখতে পাওয়ার কথা জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।  

ছবি- টুইটার

এ দুর্ঘটনার আগে গাড়িটির অটোপাইলট মোড চালু ছিল কিনা তা এখনও স্পষ্ট নয়।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল-এর ধারণা ব্যাটারির কারণেই গাড়িটিতে আগুন ধরে।