চ্যাটিং ‘দেখে না’ উইচ্যাট

ব্যবহারকারীদের ‘চ্যাট হিস্ট্রি’ সংরক্ষণের অভিযোগ করেছে টেনসেন্ট হোল্ডিংস-এর অধীনস্থ মেসেজিং অ্যাপ উইচ্যাট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2018, 12:20 PM
Updated : 2 Jan 2018, 12:20 PM

রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি শীর্ষস্থানীয় এক ব্যবসায়ী অভিযোগ তুলে বলেন- তার বিশ্বাস টেনসেন্ট সবার অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে। এই অভিযোগের প্রেক্ষিতে জবাব দিয়েছে চীনের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপটি।

সামাজিক মাধ্যমে এক পোস্টে উইচ্যাট -এর পক্ষ থেকে বলা হয়, “উইচ্যাট কোনো ব্যবহারকারীর চ্যাট হিস্ট্রি সংরক্ষণ করে না। এটি শুধুই ব্যবহারকারীদের মোবাইল, কম্পিউটার আর অন্যান্য মাধ্যমে সংরক্ষণ করা হয়।”

সম্প্রতি গাড়ি ব্র্যান্ড ভলভো-এর মালিক প্রতিষ্ঠান গিলি হোল্ডিংস-এর চেয়ারম্যান লি শুফু সোমবার চীনা গণমাধ্যমগুলোর কাছে বলেন, টেনসেন্ট চেয়ারম্যান মা হুয়াতেং “অবশ্যই আমাদের উইচ্যাটের চ্যাটিং প্রতিদিন দেখছেন।”

এ নিয়ে আরও মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও উইচ্যাট কোনো সাড়া দেয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন মতে, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেঞ্জার অ্যাপগুলোর মধ্যে টেনসেন্ট ১১টি প্রযুক্তি প্রতিষ্ঠানের পরে অবস্থান করছে।