শিশু যৌন নিপীড়নমূলক ইমেইজ আর ভিডিও হোস্টিংয়ের বৈশ্বিক কেন্দ্রে পরিণত হচ্ছে ইউরোপ, এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশিত হয়েছে।
Published : 03 Apr 2017, 07:58 PM
নিরাপদ ইন্টারনেট নিয়ে প্রচারণা চালানো সংস্থা ইন্টারনেট ওয়াচ ফাউন্ডেশন (আইডাব্লিউএফ)- এর বার্ষিক প্রতিবেদনে বলা হয়, “সারা বিশ্বে হওয়া নিপীড়নের ঘটনাগুলোর ৬০ শতাংশই ইউরোপে হয়েছে- যা আগের চেয়ে ১৯ শতাংশ বেশি।”
অবৈধ কনটেন্ট হোস্টিংয়ের ক্ষেত্রে ইউরোপীয় দেশগুলোর মধ্যে নেদারল্যান্ডস শীর্ষে রয়েছে বলে জানিয়েছে আইডাব্লিউএফ।
আইডাব্লিউএফ-এর প্রধান নির্বাহী সুসি হারগ্রিভস বলেন, “পরিস্থিত আগের বছরগুলোর তুলনায় উল্টো দিকে চলে গেছে। উত্তর আমেরিকার জায়গায় ইউরোপ এখন সবচেয়ে বেশি শিশু যৌন নিপীড়নমূলক ছবি হোস্ট করার জায়গা।”
যুক্তরাজ্যের নেটওয়ার্ক থেকে নিপীড়নমূলক কনটেন্ট খুঁজে সরিয়ে নিতে আইডাব্লিউএফ কাজ করে, বলা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে।
ব্রিটিশ এই সংস্থাটির সূত্রমতে, ২০১৫ সালে নিপীড়নমূলক কনটেন্ট রাখে এমন ওয়েবসাইটগুলোর প্রায় ৫৭ শতাংশ উত্তর আমেরিকায় পাওয়া যায়। ২০১৬ সালে এটি কমে ৩৭ শতাংশে আসে আর সংখ্যাগরিষ্ঠতা ইউরোপে চলে যায়।
আইডাব্লিউএফ-এর প্রতিবেদনে বলা হয়, রাশিয়া আর তুরস্কসহ পুরো ইউরোপে ৩৪,২১২ টি ওয়েব পেইজ পাওয়া যায়, এসব পেইজে নিপীড়নমূলক কনটেন্ট দেখানো প্রদর্শন করা হত।
হারগ্রিভস বলেন, এই পরিবর্তন “যুক্তরাষ্ট্রে খাত যে এ সমস্যা সমাধানে ভালো কাজ করছে সে দিকটি নির্দেশ করে।”
এই পরিবর্তন এ ধরনের কনটেন্ট শনাক্ত করে সরিয়ে নিতে মার্কিন ইন্টারনেট প্রতিষ্ঠানগুলোর নেওয়া পদক্ষেপের ‘লক্ষণীয় পদক্ষেপের আভাস’ দেয়, এমনটাই মত যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেন (এনসিএমইসি)-এর ভাইস-প্রেসিডেন্ট জন সেহান-এর। ২০১৫ সালে এ সংস্থাটি ৪৪ লাখ ও ২০১৬ সালে ৮২ লাখ অভিযোগ পেয়েছে বলেও জানায়। ২০১৭ সালে ইতোমধ্যে সংস্থাটি ২০ লাখের বেশি অভিযোগ পেয়েছে বলে জানান সেহান।