অস্ট্রেলিয়ায় পাইরেট বে ব্লকের আদেশ

অস্ট্রেলিয়ার ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই ফাইল শেয়ারিং সাইট পাইরেট বে বন্ধ করে দিতে হবে, এক আদেশের এমনটাই জানিয়েছে দেশটির ফেডারেল কোর্ট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2016, 01:03 PM
Updated : 15 Dec 2016, 01:03 PM

পাইরেটেড কনটেন্ট ডাউনলোডের জন্য বিশ্বের সবচেয়ে বেশি পরিচিত সাইটগুলোর মধ্যে একটি পাইরেট বে। এটি সুইডেনে প্রতিষ্ঠা করা হয়েছিল।

পাইরেট বে-এর সঙ্গে আরও চারটি কপিরাইট লঙ্ঘনকারী সাইটের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই সাইটগুলো হচ্ছে- টরেন্টজ, টরেন্টহাউন্ড, আইসোহান্ট ও সোলারমুভি। সাইটগুলোকে ১৫ দিনের মধ্যে বন্ধ করতে বৃহস্পতিবার আদালত আদেশ দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

এই আদেশের মাধ্যমে টেলিভিশন অপারেটর ফক্সটেল ও মিডিয়া প্রতিষ্ঠান ভিলেজ রোডশো মামলায় জয়ী হল।

সত্ত্বাধিকারদের এই ওয়েবসাইটগুলো বন্ধে অর্থ পরিশোধ করা উচিৎ- এমন সিদ্ধান্তে টেলস্ট্রা, অপ্টাস, টিপিজি ও এম২ সহ অস্ট্রেলিয়ার ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর একমত হয়েছেন বিচারক। আর কীভাবে সেগুলো ব্লক করা হবে তা ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো ঠিক করবে। 

মামলার শুনানি চলাকালে ওয়েবসাইটগুলো পরিচালক বা তাদের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

এক বিবৃতিতে ফক্সটেল প্রধান পিটার টোনাফ বলেন, “এই বিচার সরাসরি পাইরেসি ঠেকানোর লড়াই আর এই সাইটগুলো যে ঠিক নয় বরং চুরি তা শেখানো- উভয় ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ।”

এই মামলায় অস্ট্রেলিয়ার সাইট ব্লকিং আইনের প্রথম সফল ব্যবহার হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি।