মেসেঞ্জারে খেলা যাবে প্যাকম্যান

মঙ্গলবার থেকে নিজেদের মেসেজিং অ্যাপ মেসেঞ্জারে প্যাকম্যান বা স্পেইস ইনভেডারস গেইম খেলার সুবিধা চালু করেছে ফেইসবুক।

রিফাত আহসানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2016, 01:58 PM
Updated : 30 Nov 2016, 01:58 PM

নিজেদের মেসেজিং অ্যাপটিতে ব্যবহারকারীরা যেন আরও অধিক সময় ব্যয় করে সেই লক্ষ্যেই মার্কিন প্রতিষ্ঠানটি এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে রয়টার্স । নতুন এই ফিচার আপাতত ১৭টি গেইম নিয়ে ৩০টি দেশে চালু করা হয়েছে। আইওএস বা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণগুলোতে এই সুবিধা পাওয়া যাবে।

একজন ব্যবহারকারী মেসেঞ্জারে কথোপকথনের মধ্যে গেইম নিয়ন্ত্রক আইকনের উপর ক্লিক করে তার পছন্দসই গেইম নির্বাচন করে খেলা শুরু করতে পারবেন। এতে নিজের কোনো বন্ধুকেও খেলার জন্য আমন্ত্রণ জানাতে পারবেন ব্যবহারকারীরা।

২০১৪ সালে ফেইসবুক মেসেঞ্জারকে একটি স্বতন্ত্র অ্যাপ্লিকেশনে পরিণত করে যার ফলে প্রাথমিকভাবে অনেক ব্যবহারকারীই এই পদক্ষেপে বিরক্তি প্রকাশ করেন। যদিও পরবর্তীতে তাৎক্ষণিক ভিডিও ধারণ ও আপলোড কিংবা পেমেন্ট সুবিধাসহ নিত্য নতুন ফিচার যোগ করার ফলে এটি ধীরে ধীরে ‘জনপ্রিয়তা’ লাভ করে, বলা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।  

বর্তমানে একশ’ কোটিরও বেশি ব্যবহারকারী নিয়ে বিশ্বের শীর্ষ তিনটি অ্যাপের মধ্যে নিজের অবস্থান করে নিয়েছে মেসেঞ্জার। এ ছাড়াও ২০১৪ সালে আরেক মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপকেও কিনে নেয় ফেইসবুক।