সম্প্রতি মুক্তি পেয়েছে অস্ট্রেলিয়ান অল্টার-রক গায়ক ড্যান সুলতান-এর একক আলবাম 'ম্যাগনেটিক'। এর মিউজিক ভিডিও'র আকর্ষণীয় অংশ হচ্ছে গায়কের থ্রিডি প্রিন্টেড মডেল।
Published : 17 Oct 2016, 07:14 PM
এই অ্যানিমেটেড ভিডিও তৈরির জন্য সুলতান মেলবোর্নভিত্তিক স্টুডিও ড্রপবিয়ার-এর সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে সুলতান এই প্রকল্প শুটের সময় 'অন্যান্য প্রতিশ্রুতির জন্য' উপস্থিত থাকতে পারেননি বলে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ।
পরিচালক জোনাথন চং গায়কের থ্রিডি প্রিন্টেড মডেল ব্যবহারের ধারণা প্রবর্তন করেন, যা স্টপ মোশনের মাধ্যমে অ্যানিমেটেড ফিল্মে রূপান্তর করা সম্ভব।
চং এই স্ক্যান তৈরিতে প্রায় ৬০টি আলাদা থ্রিডি প্রিন্টেড অংশ ব্যবহার করেছেন, যেগুলো সম্মিলিতভাবে মডেলের মুখভঙ্গি ফুটিয়ে তোলে। এই ভিডিও তৈরিতে প্রায় ২৭০০টি ছবি ব্যবহৃত হয়, ভিডিও নির্মাণ আর আরও কিছু বিশেষ বৈশিষ্ট্য সমন্বিত করতে সময় লাগে প্রায় দুই মাস।
এসব শেষে যে ফলাফল পাওয়া গেছে তা নজরকাড়া বলে মত দিয়েছে প্রযুক্তি সাইটটি।