জাকারবার্গ জোর দিয়ে বলেছেন, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো বিভিন্ন প্ল্যাটফর্ম ভালো পারফর্ম করলেও ফেইসবুকের সাফল্য মেটার সামগ্রিক সম্ভাবনার জন্য গুরুত্বপূর্ণ।
Published : 21 Apr 2025, 05:55 PM
ফেইসবুক নয়, বরং ইনস্টাগ্রাম ও এক্স-এর মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনফ্লুয়েন্সারদের ফলো করতে পছন্দ করেন খোদ ফেইসবুকের প্রতিষ্ঠাতা ও মেটা প্রধান মার্ক জাকারবার্গ।
মার্কিন ফেডারেল ট্রেড কমিশন বা এফটিসি’র অ্যান্টিট্রাস্ট মামলায় প্রমাণ হিসেবে জমা দেওয়া মেটার অভ্যন্তরীণ এক ইমেইলে উঠে এসেছে এসব তথ্য, যেখানে জাকারবার্গ লিখেছেন, ফেইসবুকের চেয়ে ইনস্টাগ্রাম ও এক্স-এ বিভিন্ন নির্মাতা ও ইনফ্লুয়েন্সারদের অনুসরণ করতে বেশি আগ্রহী তিনি।
২০২২ সালের এপ্রিলে জাকারবার্গ ও মেটার ফেইসবুক প্রধান টম এলিসনের মধ্যে বিনিময় হওয়া বিভিন্ন ইমেইলে ফেইসবুকের জনপ্রিয়তা নিয়ে কোম্পানির ক্রমাগত উদ্বেগের ওপরও তারা নজর দিয়েছেন বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিবি।
প্রকাশিত ওইসব ইমেইল উঠে এসেছে, জনপ্রিয়তায় ফেইসবুকের সম্ভাব্য স্থান হারানোর বিষয়ে কয়েক বছর ধরেই উদ্বিগ্ন ছিলেন জাকারবার্গ।
জাকারবার্গের ওই ইমেইল বার্তার উদ্ধৃতি দিয়ে বিজনেস ইনসাইডার প্রতিবেদনে লিখেছে, “অনেক জায়গায় ফেইসবুক অ্যাপের সম্পৃক্ততা স্থিতিশীল মনে হলেও জনপ্রিয়তা দ্রুত কমে যাচ্ছে অ্যাপটির এবং আমি উদ্বিগ্ন যে, ভবিষ্যতে মানুষের স্বাস্থ্য সমস্যার একটি প্রধান সূচক হতে পারে এটি।”
জাকারবার্গ এও বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে তার নিজের অভ্যাসও পরিবর্তিত হয়েছে। এখন ইনস্টাগ্রাম ও টুইটারে বর্তমানে এক্স-এ ইনফ্লুয়েন্সারদের ফলো করতে বেশি আগ্রহী তিনি।
মেটা প্রধান বলেছেন, “অন্যান্য আধুনিক সামাজিক নেটওয়ার্ক মূলত বন্ধুত্বের বদলে কাউকে ফলো করার জন্য তৈরি। তাই মনে হচ্ছে, আমাদের ফেইসবুক অ্যাপটি পুরানো হয়ে যেতে পারে। কারণ ফেইসবুক কখনো এই ফলোর মতো মৌলিক উদ্ভাবনটি গ্রহণ করেনি।” একইসঙ্গে ফেইসবুক গ্রুপের দীর্ঘমেয়াদী সম্ভাবনা নিয়েও সংশয় প্রকাশ করতে দেখা গিয়েছে জাকারবার্গকে।
“ফেইসবুকের কমিউনিটি মেসেজিং সম্পর্কে আমি আশাবাদী হলেও বেশ কয়েক বছর ধরে অ্যাপটিতে কাজ করার পর আমি নিশ্চিত নই যে, আমরা এটিকে আরও কতদূর এগিয়ে নিয়ে যেতে পারব,” ইমেইলে লিখেছেন মেটা প্রধান।
এলিসনের সঙ্গে কথোপকথনে জাকারবার্গ জোর দিয়ে বলেছেন, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো বিভিন্ন প্ল্যাটফর্ম ভালো পারফর্ম করলেও ফেইসবুকের সাফল্য মেটার সামগ্রিক সম্ভাবনার জন্য গুরুত্বপূর্ণ।
জাকারবার্গ বলেছেন, “ইনস্টাগ্রাম ও ফেইসবুকের মধ্যে পার্থক্য করা গুরুত্বপূর্ণ। কিন্তু আমার মনে হয় আমাদের এমন একটি কৌশল খুঁজে বের করা দরকার, যাতে একটি পরিষেবা অন্য পরিষেবার ফেলে আসা বিভিন্ন বিষয় তুলে না নেয় বা কোনও পরিষেবা কৃত্রিম বা অযৌক্তিকভাবে নিজেদের সীমাবদ্ধ করে না ফেলে।
“এই মুহূর্তে ইনস্টাগ্রাম জনপ্রিয়তার দিক থেকে ভালো করছে এবং ফেইসবুক তা করছে না। তাই আমি ফেইসবুকের জন্য দীর্ঘমেয়াদী যুক্তিসঙ্গত পথ খুঁজে বের করার দিকে বেশি মনোযোগী।”