স্যাটেলাইটটি নিরাপদেই বিভিন্ন মহাকাশ বর্জ্যের কাছাকাছি যেতে পারে। এটি মাত্র ৫০ মিটার দূর থেকে পরিত্যক্ত ‘এইচ-২এ’ রকেটের ওপরের অংশটি দেখিয়েছে।
Published : 14 Jul 2024, 03:31 PM
মহাকাশে ভাসমান কয়েকটি বর্জ্যকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে দেখছে জাপানের এক মহাকাশ গবেষণা ও প্রযুক্তি কোম্পানি।
টোকিওভিত্তিক এ কোম্পানির নাম ‘অ্যাস্ট্রোস্কেল’, যেখানে মাত্র ৫০ মিটার দূর থেকে তোলা নতুন ছবিতে পরিত্যক্ত ‘এইচ-২এ’ রকেটের ওপরের অংশটি দেখিয়েছে, যা বর্তমানে আটকা পড়ে আছে পৃথিবীর কক্ষপথে।
ছবিগুলো তুলেছে কোম্পানির নিজস্ব স্যাটেলাইট ‘অ্যাক্টিভ ডেব্রিস রিমুভাল (অ্যাডরাস-জে)’, যার আগে প্রথমবারের মতো পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করে মহাকাশযানটির ধ্বংসাবশেষের গতিবিধি পর্যবেক্ষণ করেছিল কোম্পানিটি।
স্যাটেলাইটটির উৎক্ষেপণ ঘটেছিল ১৮ ফেব্রুয়ারি, যার লক্ষ্য ছিল বিভিন্ন এমন পর্যবেক্ষণমূলক তথ্য সংগ্রহ করা, যা ব্যবহার করে পরবর্তীতে গিয়ে কক্ষপথে ভাসমান বিশাল বর্জগুলো সরিয়ে ফেলার সুযোগ মেলে।
বেশ কয়েক মাস ধরেই রকেটের ওপরের অংশটি পর্যবেক্ষণ করে আসছিল এ স্যাটেলাইট। আর এর স্বয়ংক্রিয় সংঘর্ষ এড়ানোর ব্যবস্থাটি পরীক্ষা করার পর ছবিগুলো প্রকাশ করা হয়, যেখানে স্যাটেলাইটটি এমনভাবে নকশা করা যাতে এটি নিরাপদেই বিভিন্ন মহাকাশ বর্জ্যের কাছাকাছি যেতে পারে।
এই ‘ফ্লাই-অ্যারাউন্ড’ চলাকালীন এইচ-২এ রকেটের ওপরের অংশটি সবচেয়ে কাছাকাছি থেকে দেখার সুযোগ করে দিয়েছে স্যাটেলাইটটি। আর এ রকেটটি দিয়ে ২০০৯ সালে ‘গোস্যাট আর্থ-অবজারভেশন’ নামের স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছিল। ভূপৃষ্ঠের ওপর ভাসমান এ বস্তুটির ওজন প্রায় তিন টন। আর এর দৈর্ঘ্য প্রায় ১১ মিটার (প্রায় ৩৬ ফুট) ও ব্যাস ৪ মিটার (প্রায় ১৩ ফুট), যা আকারে একটি বাসের সমান।
অ্যাস্ট্রোস্কেল বলছে, কক্ষপথ প্রদক্ষিণের সময় সফলভাবেই প্রায় ৫০ মিটার (প্রায় ১৬৪ ফুট) দূরত্ব বজায় রেখেছিল এডিআরএএস-জে। কোম্পানির তথ্য অনুসারে, পরবর্তীতে এটি পরিকল্পনা মাফিক রকেটের ধ্বংসাবশেষ থেকে দূরে সরে যেতে থাকে ও এটি এখনও ‘ভালো অবস্থায়’ আছে। এর পর থেকে রকেটের ওপরের স্তরটির বিভিন্ন অসঙ্গতি শনাক্ত করে এখন আবারও স্যাটেলাইটটিকে এর কাছাকাছি নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অ্যাস্ট্রোস্কেলের প্রকৌশলীরা।
এডিআরএএস-জে মিশনের দ্বিতীয় পর্যায়ের লক্ষ্য, কিছু বড় আকারের মহাকাশ বর্জ্য ধরে সেগুলোকে কক্ষপথ থেকে সরিয়ে ফেলা। তবে ২০২৬ সালের আগে মিশনটি শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই।