প্রাইভেসি মোড চালু থাকলে প্রোফাইল ও কলের স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড অন্য কেউ নিতে পারবে না। সরাসরি কাউকে প্রোফাইলে অ্যাড করা যাবে না। এজন্য লাগবে ব্যবহারকারীর অনুমতি।
Published : 30 Jan 2025, 09:51 PM
অনলাইন প্ল্যাটফর্মে ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য শেয়ার করেন ব্যবহারকারীরা। পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না নিলে সহজেই বেহাত বা চুরি হতে পারে তথ্য। ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে ভিডিও চ্যাটিং অ্যাপ ইমো।
এক্ষেত্রে, অ্যাপটির প্রাইভেসি মোড চালু করে নিতে হবে। এ ফিচারের ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত প্রোফাইল, অনলাইন প্রাইভেসি ও ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে।
ইমোতে প্রাইভেসি মোড যেভাবে চালু করবেন দেখে নিন–
প্রথমে ইমো অ্যাপ চালু করে হোমপেজে থাকা ‘মি’ অপশনে ক্লিক করতে হবে ব্যবহারকারীদের। এরপর ‘সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি’ অপশনে যান। এরপর ওপরের দিকে নীল বক্সের মধ্যে থাকা ‘চেক ইয়োর পারসোনালাইজড সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি রেকমেন্ডেশন’ লেখা অপশন আসবে। সেখান থেকে ‘ভিউ’ অপশনে ক্লিক করুন। এ সময় যদি নীল বক্সটি দেখতে না পান তাহলে ইমো অ্যাপটি আপডেট করে নিন।
যেসব ব্যবহারকারীরা নীল বক্সটি দেখতে পাচ্ছেন তারা এতে থাকা ‘ভিউ’ বাটনে ক্লিক করুন। এরপর আরেকটি পেইজ দেখাবে, যেখানে অন্যান্য তথ্যের পাশাপাশি ‘এনাবল প্রাইভেসি মোড’ অপশনও রয়েছে, এ অপশনে ক্লিক করুন। পরের ধাপে পাওয়ার আইকনের মতো ছোট গোল বাটন আসবে। নিচের দিকে থাকা এ বাটনটিতে ক্লিক করুন।
প্রাইভেসি মোড চালু হলে ইমো প্রোফাইলটির ব্যাকগ্রাউন্ড গাঢ় নীল রঙে পরিবর্তিত হবে। আর এ ফিচার বন্ধ থাকলে ব্যাকগ্রাউন্ড সাদা রঙের দেখাবে। অর্থাৎ, পেইজের ব্যাকগ্রাউন্ডের রঙের পরিবর্তন হওয়ার মাধ্যমেও ব্যবহারকারীরা বুঝতে পারবেন তাদের ‘প্রাইভেসি মোড’ চালু বা বন্ধ আছে কি না।
প্রাইভেসি মোড চালু থাকলে ব্যবহারকারীর প্রোফাইল ও কলের স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড অন্য কেউ নিতে পারবে না। এতে সরাসরি কাউকে প্রোফাইলে অ্যাড করাও যাবে না। এজন্য লাগবে ব্যবহারকারীর অনুমতি। প্রাইভেসি মোড চালু থাকলে কেবল ব্যবহারকারীর বন্ধুরাই তার প্রোফাইল দেখতে পাবেন।