আইওএস ১৮-তে দুটি উপায়ে অ্যাপ আইকনগুলোর চেহারা বদলাতে পারেন৷
Published : 31 Jul 2024, 05:34 PM
আসন্ন আইওএস ১৮-এর আপডেট অ্যাপল ইন্টেলিজেনস-এর কারণে রয়েছে আলোচনার তুঙ্গে। তবে, আপডেটে বেশ কিছু নতুন কাস্টমাইজেশন টুলও রয়েছে। এর মধ্যে একটি হল, অ্যাপল ডিভাইসের হোম স্ক্রিনে আইকনগুলোর চেহারা পরিবর্তন করার বহুল প্রতীক্ষিত ফিচার।
হোম স্ক্রিন কাস্টমাইজেশন অ্যাপলের ক্ষেত্রে একেবারে নতুন তা নয়। তবে, আইওএস ১৮ অ্যাপ আইকনের রং বদলানোর উপায় এনে ফিচারটিতে নতুন মাত্রা যোগ করেছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ডিজিটাল ট্রেন্ডস।
নতুন ফিচার ফোনকে নিজের মনমতো পাল্টে নেওয়ার বাড়তি সুবিধা দিয়েছে যা আগে ছিল না। চলুন, জেনে নেওয়া যাক কীভাবে ফিচারটি ব্যবহার করবেন।
আইওএস ১৮-তে দুটি উপায়ে অ্যাপ আইকনগুলোর চেহারা বদলাতে পারেন৷ প্রথমত, দিনের নির্দিষ্ট সময়েরভিত্তিতে আইকনগুলোর রং স্বয়ংক্রিয়ভাবে বদলে নিতে পারেন৷ এ ছাড়া, নিজের শৈলী বা মেজাজের সঙ্গে মিল রেখে অ্যাপ আইকনে রঙিন আভা যুক্ত করতে পারেন।
১: আইওএস ১৮-তে এডিট মোডে প্রবেশ করার জন্য হোম স্ক্রিনের একটি খালি জায়াগায় চাপ দিয়ে ধরে রাখুন, যতক্ষণ না আইকনগুলো কেঁপে উঠছে।
২: স্ক্রিনের ওপরের বমা কোণা থেকে ‘এডিট’ চিহ্নে চাপুন। এডিট মেনু থেকে ‘কাস্টমাইজ’ অপশনটি বেছে নিন।
৩ দিনের সময়ের ভিত্তিতে আইকনের রং সামঞ্জস্য করতে, ‘অটোমেটিক’ অপশনে চাপুন৷ এ ছাড়া, ‘ডার্ক’ অপশনে ট্যাপ করলে আইকনগুলো সবসময় গাঢ় রঙের হবে। ‘লাইট’ অপশন বেছে নিলে আইকনগুলো হালকা রং ধারণ করবে।
৪: অটোমেটিক, ডার্ক ও লাইট অপশনের পাশে ‘টিনটেড’ অপশন পাবেন। আইকনের টিনট রং সামঞ্জস্য করতে এ অপশনে চাপুন। এ ছাড়া, দুটি স্লাইডার পাবেন সেখান থেকে নির্দিষ্ট রং ও রঙের মাত্রা ঠিক করে নিন।
৫: ফোনের ব্যাকগ্রাউন্ডেই আছে এমন কোনো রঙের সঙ্গে আইকনের রং সামঞ্জস্য করার জন্য ‘আইড্রপার আইকন’-এ ক্লিক করুন।
৬: আইওএস এর ১৮তম সংস্করণে ফোনের হোম ক্রিন কাস্টমাইজ করর একটি বাড়তি উপায় হল অ্যাপ আইকনগুলোকে বড় করা। এটিও নতুন এডিট মোড থেকে করে নেওয়া যাবে। ওপরের ধাপ অনুসরণ করে এডিট মোডে প্রবেশ করুণ ও ‘লার্জ’ অপশনের পাশের টগলটি চালু করে দিন। এটি করলে দেখতে পাবেন স্ক্রিনের আইকনগুলো বড় হয়ে যাবে ও এর নিচের লেখা সরে যাবে। আইকনগুলো আগের আকারে ফিরিয়ে নিতে ‘স্মল’ অপশন বেছে নিতে পারেন।
এভাবে সহজেই আইওএস ১৮-এর মাধ্যমে অ্যাপল ডিভাইসের হোম স্ক্রিন কাস্টমাইজ করে নিতে পারেন।