৪০ কোটি ডলারে জিফি কিনে নিয়েছিল মেটা। কিন্তু ২০২১ সালের নভেম্বরে অধিগ্রহণ চুক্তি নিয়ে আপত্তি তোলে যুক্তরাজ্যের বাজার পর্যবেক্ষক সংস্থাটি।
Published : 18 Oct 2022, 07:38 PM
যুক্তরাজ্যের বাজার নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা মেনে অ্যানিমেটেড-ইমেজ প্ল্যাটফর্ম ‘জিফি’ বেচে দিতে রাজি হয়েছে সোশাল মিডিয়া জায়ান্ট মেটা।
বিভিন্ন সামাজিক মাধ্যমে জিফির সেবা ব্যবহার করে ‘জিফ কমেন্ট’ করা যায়।
মঙ্গলবারে মেটাকে জিফি বেচে দেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাজ্যের ‘কম্পিটিশন অ্যান্ট মার্কটস অথরিটি (সিএমএ)’।
প্রতিক্রিয়ায় মেটা জানিয়েছে, সিএমএর নির্দেশ মেনে ২০২০ সালের অধিগ্রহণ চুক্তি থেকে সরে আসবে তারা।
জিফি মেটার অধীনে থাকলে বিজ্ঞাপনী বাজারে উদ্ভাবনী অগ্রগতি হ্রাস পাবে বলে আগেই মন্তব্য করেছিল সিএমএ।
এ প্রসঙ্গে এক বিবৃতিতে মেটার এক মুখপাত্র বলেছেন, “সিএমএর সিদ্ধান্তে আমরা আশাহত। কিন্তু আমরা এ নির্দেশকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নিচ্ছি।”
“জিফি থেকে হাত গুটিয়ে নেওয়ার বিষয়ে সিএমএর সঙ্গে ঘনিষ্ট থেকে কাজ করবো আমরা,” যোগ করেন তিনি।
৪০ কোটি ডলারে জিফি কিনে নিয়েছিল মেটা। কিন্তু ২০২১ সালের নভেম্বরে অধিগ্রহণ চুক্তি নিয়ে আপত্তি তোলে যুক্তরাজ্যের বাজার পর্যবেক্ষক সংস্থাটি।
সিএমএর আশঙ্কা ছিল, প্রতিদ্বন্দ্বীদের জিফির সঙ্গে কাজ করার সুযোগ কমিয়ে দেওয়ার অথবা বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে মেটা।
এ ছাড়াও, জিফি মেটার অধীনে থাকলে ডিসপ্লে বিজ্ঞাপনের বেলায় মেটার প্রতিদ্বন্দ্বীরা আগ্রহ হারাতে পারেন বলেও শঙ্কিত ছিল সিএমএ। তবে, রয়টার্স জানিয়েছে, যুক্তরাজ্যের স্থানীয় বাজারে প্রভাবশালী উপস্থিতি নেই জিফির।
এই প্রথমবারের মতো কোনো মার্কিন টেক জায়ান্টের চুক্তি আটকে দিল যুক্তরাজ্যের বাজার নিয়ন্ত্রক সংস্থা।
প্রযুক্তি প্রতিষ্ঠানের চুক্তিগুলো নিয়ে যে চুল-চেরা বিশ্লেষণ চালানো হবে– সিএমএর সিদ্ধান্ত থেকে সে বিষয়টিই স্পষ্ট হয়ে উঠলো বলে মন্তব্য করেছে রয়টার্স।