সব মিলিয়ে ২৬৮ জন প্রার্থীর ভাইভা স্থগিত হল।
Published : 22 Apr 2025, 08:02 PM
সরকারি কর্ম কমিশন-পিএসসি ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২৩২ জন প্রার্থীরা ভাইভা স্থগিত করেছে।
২২ এপ্রিল থেকে ১৬ জুন পর্যন্ত অনুষ্ঠিতব্য এ প্রার্থীদের ভাইভা স্থগিত করা হয়েছে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে আরও ৩৬ জনের ভাইভা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। সব মিলিয়ে ২৬৮ জন প্রার্থীর ভাইভা স্থগিত হল।
রোববার এক বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, সাধারণ এবং কারিগরি বা পেশাদার ক্যাডারের পদের ৪৫ জন প্রার্থী ও সাধারণ ক্যাডারের ১৮৭ জন প্রার্থীর করা ইমেইলে আবেদনের প্রেক্ষিতে তাদের ভাইভা স্থগিত করা হয়েছে। আর আরও ৩৬ জন প্রার্থী ভাইভা স্থগিতের আবেদন করেছিলেন, যাদের ভাইভা ইতোমধ্যে স্থগিত করা হয়েছে।
এ ২৬৮ জন প্রার্থীর স্থগিত হওয়া ভাইভার নতুন তারিখ কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) টেলিটকের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রার্থীদের মধ্যে যারা ৪৪তম বিসিএসের ভাইভা বা মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার অপেক্ষায় আছেন, তাদের ভাইভা স্থগিত থাকবে বলে আগেই জানিয়েছিল কমিশন।
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় যেসব প্রার্থী অংশ নেবেন তাদের যদি ৪৪তম বিসিএসের ভাইভা থাকে, তাহলে তাদের আবেদন করাতে বলা হয়েছিল কমিশনের পক্ষ থেকে।
৮ থেকে ১৯ মে চলবে ৪৬তম বিসিএসের অবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা। গত ১৩ এপ্রিল কমিশন জানিয়েছিল, এ বিসিএসের পদসংশ্লিষ্ট বিষয়গুলোর পরীক্ষা জুনের শেষ সপ্তাহে শুরু হয়ে ৭ জুলাইয়ের মধ্যে শেষ হবে।
২২ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের মৌখিক পরীক্ষা স্থগিত থাকবে এবং স্থগিত মৌখিক পরীক্ষাগুলো ১৬ জুনের পরে দ্রুততম সময়ে সম্পন্ন করা হবে। স্থগিত মৌখিক পরীক্ষাগুলোর পরিবর্তিত সূচি দ্রুত জানিয়ে দেওয়া হবে।
৪৪তম বিসিএসের ভাইভা চলার মধ্যেই ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা হয়েছে। আর ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা গত বছর জানুয়ারিতে অনুষ্ঠিত হলেও এখনও ফল প্রকাশ পায়নি। এদিকে আগামী ৮ অগাস্ট ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি আয়োজনের ঘোষণা দিয়েছে পিএসসি।
প্রার্থীদের একাংশ ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করছেন। তারা ৪৪তম বিসিএসের ভাইভা শেষে এবং ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর এ পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন।
তাদের দাবি, তাদের অনেকেই এ তিন বিসিএসের প্রার্থী, তাই মৌখিক পরীক্ষা ও লিখিত পরীক্ষার কারণে তাদের ওপর চাপ সৃষ্টি হচ্ছে। তারা ধারাবাহিকভাবে বিসিএসের কার্যক্রম চালানোর দাবি জানিয়েছেন।
এমন বাস্তবতায় লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে সায় দেয়নি পিএসসি। কমিশন জানিয়েছে, বিসিএসের এ জট নিরসনে কমিশন সর্বোচ্চে চেষ্টা চালিয়ে যাচ্ছে।