শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর অনলাইন কনটেন্ট নজরদারির জন্য ইউরোপীয় ইউনিয়নের নতুন নীতিমালা চালুর আগেই টিকটকের এ পদক্ষেপ এল।
Published : 21 Jul 2023, 01:15 PM
ইউরোপের গবেষকদের জন্য নিজেদের গবেষণাভিত্তিক সফটওয়্যার উন্মুক্ত করেছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক।
শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর অনলাইন কনটেন্ট নজরদারির জন্য ইউরোপীয় ইউনিয়নের নতুন নীতিমালা চালু করার আগেই এ পদক্ষেপ এল।
রয়টার্স বলছে, অগাস্ট থেকে চালু হতে যাওয়া ‘ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ)’ এর অধীনে যে ১৯টি অনলাইন প্ল্যাটফর্ম ও সার্চ ইঞ্জিনের ওপর কঠোর নীতিমালার খড়্গ নামার ঝুঁকি রয়েছে, তার একটি হল চীনা কোম্পানি বাইটড্যান্স মালিকানাধীন টিকটক।
এ কোম্পানি বলেছে, ডেটা অ্যাক্সেস সংশ্লিষ্ট ‘অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই)’ এর জন্য ইউরোপীয় কমিশন কী কী প্রযুক্তিগত শর্ত নির্ধারণ করে, তা দেখার অপেক্ষায় আছে তারা। তবে তার আগেই গবেষণামূলক সফটওয়্যারের বিষয়টি এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এক বিবৃতিতে টিকটক বলেছে, ডিএসএ’র সময়সীমার আগেই একটি বাণিজ্যিক কনটেন্ট লাইব্রেরি চালু করছে তারা। সেটা ব্যবহার করতে চাইলে গবেষকদের ‘টিকটক ফর ডেভেলপার্স’ অ্যাকাউন্ট থাকতে হবে। আর এপিআইতে প্রবেশের ক্ষেত্রে তাদের অবস্থান যুক্তরাষ্ট্র বা ইউরোপে হতে হবে।
এ বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের অ্যাকাডেমিক গবেষকদের এই রিসার্চ এপিআই এর প্রাথমিক সংস্করণ চালু করে টিকটক। গেল বৃহস্পতিবার নিজেদের বাণিজ্যিক কনটেন্ট সংশ্লিষ্ট এপিআইতেও গবেষকদের প্রবেশাধিকার দিয়েছে তারা।
ডিএসএ’র বিজ্ঞাপনী স্বচ্ছতা সংশ্লিষ্ট নীতিমালা মেনে টিকটক তাদের ‘পেইড অ্যাড’ সংশ্লিষ্ট ডেটাবেজ ও বিজ্ঞাপন সংশ্লিষ্ট মেটাডেটাও উন্মুক্ত করেছে।