গ্রক ৩ এমন সময় বাজারে আসছে যখন বিশ্বের বিভিন্ন দেশ এরইমধ্যে আরও কার্যকর ও সাশ্রয়ী দামে তৈরি এআই চ্যাটবট চালু করার জন্য তাড়াহুড়া করছে।
Published : 16 Feb 2025, 06:04 PM
ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর কোম্পানি এক্সএআই তাদের নতুন সংস্করণ ‘গ্রক ৩’ চ্যাটবট সোমবার উন্মোচন করবে। এটিকে ‘পৃথিবীর সেরা স্মার্ট এআই’ হিসাবে বর্ণনা করেছেন মার্কিন এই ধনকুবের।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর এক পোস্টে মাস্ক লিখেছেন, পণ্যটি সিলিকন ভ্যালির স্থানীয় সময় সোমবার রাত ৮টায় এক প্রদর্শনীর মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হবে।
বৃহস্পতিবার দুবাইতে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-এ এক ভিডিও কনফারেন্সের সময় ‘গ্রক ৩’ চ্যাটবটের পরিকল্পিত উদ্বোধনের বিষয়টি উড়িয়ে দিয়ে এটিকে একটি এআই মডেল হিসেবে বর্ণনা করেছেন মাস্ক। তার ভাষ্য, এখন পর্যন্ত বাজারে আসা প্রতিটি এআই টুলকে ছাড়িয়ে যাবে গ্রক ৩।
মাস্ক বলেছেন, এআই মডেলটি সিনথেটিক ডেটার উপর প্রশিক্ষিত ও যৌক্তিক ধারাবাহিকতা পাওয়ার জন্য ডেটার মাধ্যমে বারবার যেসব ভুল করে তা খুঁজে বের করতেও পারে এটি।
গ্রক ৩ এমন সময় বাজারে আসছে যখন বিশ্বের বিভিন্ন দেশ এরইমধ্যে আরও কার্যকর ও সাশ্রয়ী দামে তৈরি এআই চ্যাটবট চালু করার জন্য তাড়াহুড়া করছে। চীনা স্টার্টআপ ডিপসিক ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটির সমান এআই মডেল বানিয়ে বাজারকে এরইমধ্যে চমকে দিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
এদিকে, ২০১৫ সালে একটি অলাভজনক কোম্পানি হিসেবে যৌথভাবে ওপেনএআই প্রতিষ্ঠা করেন ইলন মাস্ক ও স্যাম অল্টম্যান। তবে তাদের মধ্যকার সম্পর্কের অবনতি ঘটলে ২০১৮ সালে ওপেনএআই ছাড়েন টেসলা ও এক্স প্রধান মাস্ক।
এরপর থেকেই তাদের মধ্যে বিরোধ চলছে। সম্প্রতি ওপেনএআইকে অধিগ্রহণের প্রস্তাব দিয়েছে ইলন মাস্কের নেতৃত্বে বিনিয়োগকারীদের এক কনসোর্টিয়াম। জবাবে, মাস্কের দেওয়া ৯ হাজার সাতশ ৪০ কোটি ডলারের এর এক দশমাংশ দাম অল্টম্যান প্রস্তাব করেছেন এক্স কেনার জন্য।
তবে ওপেনএআই যদি একটি অলাভজনক এআই কোম্পানি হিসেবে থাকতে রাজি হয় তাহলে ক্রয় প্রস্তাব তুলে নেবেন ইলন মাস্ক।
ইলন মাস্কের এমন প্রস্তাব ছিল এক দশক আগে প্রতিষ্ঠিত এআই কোম্পানি নিয়ে তাদের মধ্যে চলা বিরোধের সর্বশেষ মোড়।