এর সেটিং ডিফল্ট হিসেবেই চালু থাকবে। এর মানে, এটি নিজে থেকে বন্ধ না করলে ব্যবহারকারীর ডেটা এআই মডেলের কাছে চলে যাবে।
Published : 21 Sep 2024, 04:49 PM
নিজেদের এআই মডেলকে প্রশিক্ষণ দিতে এবার ব্যবহারকারীর ডেটা কাজে লাগাচ্ছে লিংকডইন।
ব্যবহারকারীদের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবেই এ সিস্টেমে সমন্বিত হয়ে যায়। এর মানে, নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা তৈরির জন্য সাইটটি এতে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের ভাণ্ডার ব্যবহার করছে বলে এক আপডেটে উঠে এসেছে, যা প্রথম চিহ্নিত করেছে সংবাদ সাইট ‘৪০৪ মিডিয়া’।
সাইটটি শুধু লোকজন কীভাবে বিভিন্ন এআই পরিষেবা ব্যবহার করে, সে তথ্যই নয়, বরং ‘ব্যবহারকারীর পোস্ট ও নিবন্ধ এমনকি তিনি কত ঘন ঘন লিংকডইন ব্যবহার করেন, তার ভাষাগত পছন্দ ও লিংকডইন দলের কাছ থেকে তিনি কী ধরনের ফিডব্যাক পেয়েছেন, সে তথ্যও সংগ্রহ করে,” বলেছে কোম্পানিটি।
কোম্পানির এআই নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, নতুন এআই ব্যবস্থা বিকাশে ব্যবহারকারীর ডেটা সংগ্রহ করা হবে ও এটি সম্ভবত আর সরানো যাবে না। এমনকি ব্যবহাকারী তার ডেটা সংগ্রহ না করার অনুরোধ জানালেও।
“নিজস্ব পণ্য ও পরিষেবার জন্য আমরা আপনার ব্যক্তিগত ডেটা ব্যবহার করতে পারি। এর মধ্যে রয়েছে বিভিন্ন এআই মডেল বিকাশ ও প্রশিক্ষণ দেওয়ার মতো বিষয় যাতে আমাদের বিভিন্ন পরিষেবা আপনার ও অন্যদের জন্য আরও প্রাসঙ্গিক ও উপযোগী হয়ে ওঠে,” উল্লেখ রয়েছে কোম্পানির পলিসি পেইজে।
এর সেটিং ডিফল্ট হিসেবেই চালু থাকবে। এর মানে, এটি নিজে থেকে বন্ধ না করলে ব্যবহারকারীর ডেটা এআই মডেলের কাছে চলে যাবে। আর সাইটের সেটিংস পেইজ থেকে এটি বন্ধ করার সুযোগও রয়েছে।
“লিংকডইন ও তাদের সহযোগীরা কি আপনার ব্যক্তিগত ডেটা ও কনটেন্ট ব্যবহার করে এর জেনারেটিভ এআই মডেল থেকে কনটেন্ট তৈরি করতে পারবে?” উল্লেখ রয়েছে সেটিংয়ের টগলে। এর সঙ্গে একটি নোটও রয়েছে, যেখানে লেখা, সেটিংটি ‘কনটেন্ট তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন জেনারেটিভ এআই মডেলের প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি নিয়ন্ত্রণ করে থাকে।” ব্যবহারকারী ওই একই পেইজ থেকে এ সেটিং বন্ধও করতে পারবেন।
তবে, তার মানে এই নয় যে, সেটিং বন্ধ করার আগে সংগৃহীত ডেটা মুছে যাবে।
“এর থেকে সরে আসার মানে, লিংকডইন ও তাদের সহযোগীরা আপনার ব্যক্তিগত ডেটা বা কনটেন্ট দিয়ে এর পর থেকে এআই মডেলের প্রশিক্ষণ দেওয়া বন্ধ করে দেবে। তবে, এরইমধ্যে প্রশিক্ষিত ডেটা বহাল তবিয়তেই থাকবে,” উল্লেখ রয়েছে লিংকডইনের হেল্প পেইজে।