“আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানাই আমরা। মাস্ক কেবল নিজের ব্যক্তিগত সুবিধার কারণে ওপেনএআইয়ের কাজের গতি কমানোর জন্য সর্বশেষ যে প্রচেষ্টা চালাচ্ছেন তা প্রত্যাখ্যান করেছে আদালত।”
Published : 16 Mar 2025, 06:34 PM
ওপেনএআইকে লাভজনক কোম্পানি হিসাবে রূপান্তরের বিষয়ে মাস্কের মামলা দ্রুত বিচারের আওতায় আনার জন্য রাজি হয়েছেন বাদী মাস্ক ও কোম্পানিটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান।
বিষয়টিকে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ও ওপেনএআই প্রধানের মধ্যে প্রকাশ্য ক্ষোভের সর্বশেষ মোড় বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে দাখিল করা এক প্রতিবেদনে বলা হয়েছে, বিলিয়নেয়ার মাস্ক ও ওপেনএআই যৌথভাবে ডিসেম্বরে এ বিষয়ে একটি বিচারের প্রস্তাব করেছিলেন।
ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্ট-এর ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে দায়ের করা নথিতে উল্লেখ রয়েছে, দ্রুত মামলাটি জুরির মাধ্যমে নিষ্পত্তি করা হবে না কি কেবল বিচারকের মাধ্যমে নিষ্পত্তি করা হবে, সেই বিষয়ে সিদ্ধান্তের জন্য রাজি হয়েছে তারা।
রয়টার্স লিখেছে, বিচারক এ মাসে ওপেনএআইকে লাভজনক কোম্পানি হিসেবে রূপান্তরের বিষয়ে মাস্কের অনুরোধ প্রত্যাখ্যান করলেও শরতে এ নিয়ে দ্রুত বিচারে রাজি হয়েছেন, যা মাস্ক-অল্টম্যানের মধ্যে আইনি লড়াইয়ের সর্বশেষ মোড়।
শুক্রবার এক ব্লগ পোস্টে ওপেনএআই বলেছে, “আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানাই আমরা। মাস্ক কেবল নিজের ব্যক্তিগত সুবিধার কারণে ওপেনএআইয়ের কাজের গতি কমানোর জন্য সর্বশেষ যে প্রচেষ্টা চালাচ্ছেন তা প্রত্যাখ্যান করেছে আদালত।”
এর আগে, চ্যাটজিপিটির নির্মাতা কোম্পানি ওপেনএআইকে কিনতে প্রায় দশ হাজার কোটি ডলারের প্রস্তাব দিয়েছেন ইলন মাস্ক। প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদ।
আদালতে দাখিল করা নথিতে মার্কিন এ ধনকুবেরের আইনজীবীরা বলেছেন চ্যাটজিপিটি নির্মাতার বোর্ড যদি ‘বাণিজ্যিকীকরণের জন্য কোম্পানিটির ব্যবহার বন্ধ করতে রাজি হয়’ তবে এ প্রস্তাব তুলে নেবেন মাস্ক।
মাস্কের প্রস্তাবটি কোম্পানিটির নির্বাহী প্রধান স্যাম আল্টম্যানের ওপেনএআইকে একটি অলাভজনক প্রতিষ্ঠান থেকে লাভজনক কোম্পানিতে রূপান্তরের পরিকল্পনাকে জটিল করে তুলতে পারে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
২০১৫ সালে একটি অলাভজনক কোম্পানি হিসাবে স্টার্টআপটি যৌথভাবে প্রতিষ্ঠা করেন মাস্ক ও অল্টম্যান। তবে তাদের মধ্যকার সম্পর্কের অবনতি ঘটলে ২০১৮ সালে টেসলা ও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্রধান মাস্ক ওপেনএআই ছেড়ে যান।
ওপেনএআই প্রতিষ্ঠার সময় এর উদ্যোক্তাদের মূল নীতি ছিল, কোম্পানিটি অলাভজনক হবে। ইলন মাস্ক অভিযোগ করেন, সে জায়গা থেকে সরে এসেছেন অল্টম্যান।
গত বছর ব্যবসায়ের দ্রুত প্রসারের পর আনুষ্ঠানিকভাবে ওপেনএআই তাদের কর্পোরেট কাঠামো পরিবর্তনের পরিকল্পনা প্রকাশ করে।
ওপেনএআই বলেছিল, সেরা কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল বিকাশের জন্য প্রয়োজনীয় অর্থ পেতে তাদের লাভজনক কোম্পানিতে রূপান্তর জরুরি।