গবেষকরা গাড়ির ইঞ্জিনে ব্যবহার করা রেডিয়েটরের ডানা থেকে অনুপ্রেরণা নিয়ে একটি ছোট, স্বর্ণের গঠন যোগ করেছেন। মাত্র কয়েক ন্যানোমিটার চওড়া এই গঠনটিকে তারা একটি পাতলা চুম্বক নিরোধি ফিল্মের ওপর বসিয়েছিলেন।
Published : 25 Oct 2024, 12:02 PM
কখনও কি লক্ষ্য করেছেন, আপনার স্মার্টফোন বা কম্পিউটার কিছুক্ষণ ব্যবহার করার পর কেন গরম হয়ে যায়?
এর কারণ হল, ইলেকট্রনিক ডিভাইসের প্রক্রিয়া ও স্টোরেজ ডেটার মধ্যে যেসব ইলেক্ট্রন ছোটাছুটি করে, তা থেকে তাপ উৎপন্ন হয়ে থাকে।
কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড কম্পিউটিংয়ের মতো উন্নত প্রযুক্তির উত্থানে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস আকারে ছোট ও আরও শক্তিশালী হয়ে উঠছে, যার ফলে এই অতিরিক্ত গরম হয়ে যাওয়ার সমস্যা আরও বাজে দিকে যাচ্ছে।
এ সমস্যা ঠেকাতে গবেষকরা নতুন এক পদ্ধতি খতিয়ে দেখছেন, যেখানে তারা ইলেক্ট্রনের প্রবাহের ওপর নির্ভর না করে বরং এদের ‘ঘূর্ণন তরঙ্গ’ ব্যবহার করে তথ্য আদান প্রদান করেছে।
ঘুর্ণন তরঙ্গ ডেটা পাঠানোর ক্ষেত্রে কোনো চৌম্বকীয় পদার্থে থাকা ইলেক্ট্রন ঘূর্ণনের বিভিন্ন বৈশিষ্ট্য ব্যবহার করে, যা অতিরিক্ত তাপ এড়ানোর বেলাতেও সহায়ক, এগুলো থেকে তেমন তাপ উৎপন্ন হয় না।
ঘুর্ণন তরঙ্গের বড় এক চ্যালেঞ্জ হল কোনো উপাদানের ভিন্ন ভিন্ন অংশের মধ্যে তাপমাত্রার পার্থক্য বেড়ে যাওয়ার বিষয়টি। এতে করে ঘূর্ণন তরঙ্গ দিয়ে তথ্য পাঠানোও সহজতর হয়ে যায়।
তবে, এখন পর্যন্ত কোনো উপাদানের মধ্যে ঘূর্ণন তরঙ্গের তাপমাত্রা স্বতন্ত্রভাবে নিয়ন্ত্রণের কোনো উপায় মেলেনি।
দক্ষিণ কোরিয়ার ‘পোহাং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (পোস্টেক), ‘চুংনাম ন্যাশনাল ইউনিভার্সিটি’ এবং ‘কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কায়িস্ট)’র গবেষকরা এর একটি চতুর সমাধান তৈরি করেছেন।
গবেষকরা গাড়ির ইঞ্জিনে ব্যবহার করা রেডিয়েটরের ডানা থেকে অনুপ্রেরণা নিয়ে একটি ছোট, স্বর্ণের গঠন যোগ করেছেন। মাত্র কয়েক ন্যানোমিটার চওড়া এই গঠনটিকে তারা একটি পাতলা চৌম্বক নিরোধি ফিল্মের ওপর বসিয়েছিলেন।
স্বর্ণের গঠনের ঘনত্ব সমন্বয় করে গবেষকরা ওই উপাদানের মধ্যে কয়েকটি সুনির্দিষ্ট জায়গার তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞানভিত্তিক সাইট নোরিজ।
এইসব স্বর্ণের গঠন ছোট ছোট রেডিয়েটরের মতো কাজ করে, যা চিহ্নিত একটি জায়গায় ঘুর্ণন তরঙ্গের তাপমাত্রা ব্যপক আকারে কমিয়ে আনার পাশাপাশি ওই পাতলা ফিল্মে এক ধরনের তাপমাত্রার ভারসাম্যহীনতাও তৈরি করে।
এ নিয়ন্ত্রিত ভারসাম্যহীনতা ঘুর্ণন তরঙ্গ দিয়ে আরও দক্ষ উপায়ে তথ্য পাঠানোর সুযোগ দিয়েছে, যা প্রচলিত পদ্ধতিগুলোর তুলনায় আড়াই গুণ বেশি।
এটিই প্রথম গবেষণা, যেখানে সফলভাবে স্বতন্ত্র উপায়ে ঘূর্ণন তরঙ্গের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা গেছে। এ নিয়ন্ত্রণ ব্যবস্থা থেকে ঘুর্ণন তরঙ্গ দিয়ে তথ্য পাঠানোর কার্যকারিতা কীভাবে উন্নত করা যায়, সে সম্ভাবনাও দেখা গেছে এতে।