স্মার্টফোন অতিরিক্ত গরম হওয়া থামাতে পারে স্বর্ণের গঠন
গবেষকরা গাড়ির ইঞ্জিনে ব্যবহার করা রেডিয়েটরের ডানা থেকে অনুপ্রেরণা নিয়ে একটি ছোট, স্বর্ণের গঠন যোগ করেছেন। মাত্র কয়েক ন্যানোমিটার চওড়া এই গঠনটিকে তারা একটি পাতলা চুম্বক নিরোধি ফিল্মের ওপর বসিয়েছিলেন।