“সবচেয়ে উন্নত এআই মডেলগুলোর জন্য নিরাপত্তা ব্যবস্থা তৈরির সক্ষমতা যে যুক্তরাজ্যের বিজ্ঞানীদের আছে, তা-ই নিশ্চিত করবে এ বিনিয়োগ।”
Published : 02 Nov 2023, 02:18 PM
উন্নতমানের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি তৈরির লক্ষ্যে দুটি সুপারকম্পিউটারের জন্য আর্থিক বিনিয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।
বুধবার আয়োজিত এআই সম্মেলনে দেওয়া এই ঘোষণা অনুসারে, ‘এআই রিসার্চ রিসোর্স’ নামের প্রকল্পে ৩০ কোটি পাউন্ড (প্রায় সাড়ে ৩৬ কোটি ডলার) বরাদ্দ করছে যুক্তরাজ্য। এর আগেও এই প্রকল্পে ১০ কোটি ডলার দিয়েছিল দেশটি।
যুক্তরাজ্য সরকার বলেছে, এই উদীয়মান প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করাই এআই সম্মেলনের লক্ষ্য।
“শীর্ষ এআই মডেলগুলোর ক্ষমতা দিন দিন বাড়ছে।” --সামাজিক মাধ্যম এক্স-এ বলেন যুক্তরাজ্যের প্রধান মন্ত্রী ঋষি সুনাক।
“সবচেয়ে উন্নত এআই মডেলগুলোর জন্য নিরাপত্তা ব্যবস্থা তৈরির সক্ষমতা যে যুক্তরাজ্যের বৈজ্ঞানিক মেধার আছে, তা নিশ্চিত করবে এ বিনিয়োগ।”
যুক্তরাজ্য বলেছে, গবেষকদের বিভিন্ন উন্নতমানের এআইভিত্তিক টুলে প্রবেশের সুযোগ দেবে কেমব্রিজ ও ব্রিস্টলভিত্তিক দুটি সুপার কম্পিউটার, যা দেশটির বর্তমান এআই কম্পিউটিং টুলগুলোর চেয়ে ৩০ গুণেরও বেশি ক্ষমতাশালী।
রয়টার্স বলছে, এই সুপারকম্পিউটারগুলো চালু হবে আগামী বছরের গ্রীষ্মকাল থেকে। আর এগুলো ব্যবহার করে উন্নত এআই মডেলগুলোর নিরাপত্তা ব্যবস্থা বিশ্লেষণের পাশাপাশি ঔষধ ও পরিবেশবান্ধব শক্তির উৎস তৈরির ক্ষেত্রেও বড় ভূমিকা রাখবে বলে জানিয়েছে দেশটির সরকার।
এর মধ্যে ব্রিস্টলের ‘ইসামবার্ড-এআই’ সুপারকম্পিউটারে থাকবে এনভিডিয়ার পাঁচ হাজার উন্নতমানের এআই চিপ। আর এটি বানাচ্ছে কম্পিউটার নির্মাতা কোম্পানি এইচপি।
অন্যদিকে, কেমব্রিজের ‘ডন’ কম্পিউটারটি যৌথভাবে তৈরি করবে ডেল ও যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি ‘স্ট্যাকএইচপিসি’। আর একে ক্ষমতা দেবে এক হাজারেরও বেশি ইনটেল চিপ।