একটি পোস্ট প্রকাশ না করতে পারলে, পরবর্তীতে পুরোটা আবার না লিখে কেবল কিছু অংশ এডিট করার অপশনও পাবেন ড্রাফটের মাধ্যমে।
Published : 19 Jun 2024, 03:25 PM
ড্রাফট বা খসড়া আকারে একটি ফেইসবুক পোস্ট সংরক্ষণ করার বেশ কিছু সুবিধা আছে- লেখাটি পোস্ট করার আগে এডিট করতে অথবা মুছেও ফেলা যায় কাউকে না জানিয়েই। পাশাপাশি, একটি পোস্ট প্রকাশ না করতে পারলে, পরবর্তীতে পুরোটা আবার না লিখে কেবল কিছু অংশ এডিট করার অপশনও পাবেন মেলে ড্রাফটে।
ডেস্কটপ বা ফেইসবুকের ওয়েব সংস্করণে ড্রাফট সংরক্ষণ করার সুযোগ সীমিত ও জটিল হওয়ায় অ্যান্ড্রেড বা আইওএসের ফেইসবুক অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছে প্রযুক্তি সাইট অ্যান্ড্রয়েড পুলিস।
চলুন জেনে নেওয়া যাক কীভাবে ফেইসবুকের পোস্ট ড্রাফট করবেন ও সেটি খুঁজে পাবেন।
ফেইসবুক পোস্ট ড্রাফট করবেন যেভাবে
১. প্রথমে ফেইসবুক অ্যাপ চালু করুন।
২. হোম পেইজ থেকে একটি নতুন পোস্ট লিখুন।
৩. স্ক্রিনের ওপরের বাম কোণায় থেকে ‘ব্যাক’ বোতাম বা তীর চিহ্নে চাপ দিন।
৪. স্ক্রিনের নিচে পপ-আপ অপশন আসবে, সেখানে ‘সেইভ অ্যাজ ড্রাফট’ অপশনে চাপ দিন।
ফেইসবুক এবারে একটি নোটিফিকেশন পাঠাবে সেখানে বলা থাকবে ড্রাফটি সেইভ হয়েছে। তবে, এ নোটিফিকেশনটি ডিসমিস বা সরিয়ে দেবেন না। এ নোটিফিকেশনের মাধ্যমেই ড্রাফট করা পোস্টগুলো দেখা যাবে।
অ্যান্ড্রয়েড অ্যাপে ফেইসবুক ড্রাফট খুঁজবেন যেভাবে
নতুন একটি পোস্ট ড্রাফট হিসেবে সেইভ করে রাখলে একটি নোটিফিকেশন আসে। সেটি ডিলিট করে দিলে ড্রাফট পোস্ট দেখার জন্য আবার নতুন একটি পোস্ট ড্রাফট করতে হবে।
তবে, অ্যান্ড্রয়েডে ফেইসবুক একটি পোস্ট কেবল তিনদিনের জন্যই সেইভ করে রাখে। এরপরে ড্রাফটি মুছে যায়, এবং সেটি আর খুঁজে পাওয়া যায় না।
১. প্রথমে একটি পোস্ট ড্রাফট হিসেবে সেইভ করুন, এরপর নোটিফিকেশন আসলে সেই নোটিফিকেশনে চাপ দিন।
২. যে ড্রাফটি এডিট বা পোস্ট করতে চান সেটি খুঁজুন। এ তালিকায় সবচেয়ে সম্প্রতিক ড্রাফটগুলো আগে থাকবে।
৩. ড্রাফট খুঁজে পেলে সেটির ওপরে ক্লিক করে নতুন পোস্ট এডিটর চালু করুন।
এ ছাড়া, ড্রাফট তালিকার পাশে এলিপসিস বা থ্রি ডট বোতামে ক্লিক করেও একটি ড্রাফট বাদ দিতে বা চালু করতে পারবেন।
সংরক্ষিত ড্রাফটের তালিকায় পোস্টের লেখা ও ছবির একটি প্রিভিউ দেখা যায়, সেটিই দেখেই নিজের দরকারি ড্রাফটি খুঁজে পেতে পারেন। একটি ড্রাফট পোস্ট এডিট করার পর, কেউ চাইলে সেটি আবারও ড্রাফট হিসেবেই রেখে দিতে পারেন ওপরের পদ্ধতি অনুসরণ করে।
আইফোন ও আইপ্যাড থেকে ড্রাফট খুঁজবেন যেভাবে
আইফোনের জন্য ফেইসবুকের অ্যাপ একবারে কেবল একটিই খসড়া সংরক্ষণ করে। পোস্ট সম্পূর্ণ করার জন্য ফেইসবুক থেকে একটি বার্তা পেতে পারেন, সেখান থেকে ড্রাফট খুঁজে যাওয়া যাবে। এ ছাড়া, ফেইসবুক অ্যাপের ‘হোয়াটস অন ইওর মাইন্ড’ মেনু থেকেও ড্রাফট পোস্ট খুঁজে পাওয়া যাবে।
১. আইফোনে ফেইসবুক অ্যাপটি চালু করুন এবং স্ক্রিনের ওপর থেকে ‘হোয়াটস অন ইওর মাইন্ড’ বক্সে চাপ দিন।
২. একটি পোস্টা লিখে স্ক্রিনের ওপরের বাম কোণায় ‘ক্রস’ বা ইংরেজি ‘এক্স’ অক্ষরের চিহ্নে চাপ দিন।
৩. পপ-আপ অপশনে ‘সেইভ ড্রাফট’ অপশনে ক্লিক করুন।
৪. ফেইসবুক বন্ধ করে, ড্রাফট করা পোস্টটি যেকোনো সময়েই চালু করে নেওয়া যাবে। হোয়াটস অন ইওর মাইন্ড পেইজ থেকেই অসম্পূর্ণ পোস্টটি ড্রাফট আকারে পেয়ে যাবেন।