কোম্পানি দুটি’র বিবেচনায়, পরবর্তীতে গিয়ে শীর্ষ কম্পিউটিং প্ল্যাটফর্ম হয়ে ওঠার সম্ভাবনা দেখাচ্ছে এআর গ্লাস।
Published : 23 Aug 2024, 03:03 PM
শিগগিরই নিজেদের তৈরি এআর প্রযুক্তির স্মার্টগ্লাস নিয়ে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানি মেটা ও স্ন্যাপ।
কোম্পানি দুটি’র বিবেচনায়, পরবর্তীতে গিয়ে শীর্ষ কম্পিউটিং প্ল্যাটফর্ম হয়ে ওঠার সম্ভাবনা দেখাচ্ছে এআর গ্লাস।
নতুন এই প্রযুক্তি নিয়ে প্রথম তথ্য প্রকাশ পেয়েছে স্ন্যাপ সিইও ইভান স্পিগেলের কাছ থেকে। বিভিন্ন সূত্র থেকে ইঙ্গিত মিলেছে, ১৭ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেস-এ আয়োজন হতে যাওয়া ‘পার্টনার’ সম্মেলনে পঞ্চম প্রজন্মের চশমা উন্মোচন করবেন তিনি।
এর পরের সপ্তাহে অর্থাৎ ২৫ সেপ্টেম্বর মেটা প্রধান মার্ক জাকারবার্গও মেনলো পার্কের ‘কানেক্ট’ সম্মেলনে কোম্পানির প্রথম এআর গ্লাস ‘ওরিয়ন’ উন্মোচন করবেন বলে নিশ্চিত হয়েছে প্রযুক্তি সাইট ভার্জ।
এদিকে, মেটা ও স্ন্যাপ এআর গ্লাস বিকাশে ভিন্ন পথ অবলম্বন করলেও তারা উভয়ই একই চ্যালেঞ্জের সম্মুখীন। তা হল, এ প্রযুক্তি এখনও মূলধারায় বহুল ব্যবহারের জন্য প্রস্তুত নয়। এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুসারে, এর ফলে কোম্পানিগুলো পরের মাসে যে স্মার্টফোনগুলো দেখানোর পরিকল্পনা নিয়েছিল, তারা সেগুলো বিক্রির পরিকল্পনা নিয়ে এখনি এগোচ্ছে না।
এর পরিবর্তে, স্ন্যাপ নিজেদের ২০২১ সালের কৌশলের পুনরাবৃত্তি ঘটাবে, যেখানে চশমার আপগ্রেড করা মডেল ব্যবহারের সুযোগ পাবেন বাছাই করা কয়েকজন অ্যাপ নির্মাতা ও তাদের অংশীদাররা।
প্রতিবেদন অনুযায়ী, স্ন্যাপ ১০ হাজারেরও কম ইউনিট চশমা তৈরি করছে, যেখানে মেটা’র ওরিয়ন তৈরির সংখ্যা এর চেয়েও কম।