কেউ বন্ধুর জন্মদিনে মেসেজ পাঠানোর বিষয় মনে রাখা নিয়ে চিন্তায় থাকলে এ ফিচার তার জন্যই।
Published : 23 Dec 2024, 04:35 PM
সাধারণত ইনস্টাগ্রামকে ছবিভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে বিবেচনা করা হলেও অ্যাপটির মেসেজিং ফিচারও জনপ্রিয়। আর সাম্প্রতিক অ্যাপটির এক আপডেটে এসেছে মেসেজ শেডিউল করার ফিচার।
কেউ বন্ধুর জন্মদিনে মেসেজ পাঠানোর বিষয় মনে রাখা নিয়ে চিন্তায় থাকলে এ ফিচার তার জন্যই। কীভাবে ফিচারটি ব্যবহার করবেন সে বিষয়ে নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
কীভাবে শেডিউল করবেন?
ইনস্টাগ্রাম মেসেজ অপশনে যেতে ফিডের ওপরের ডান কোণায় চাপুন। কার সঙ্গে মেসেজ শেডিউল করবেন তার চ্যাটবক্স বেছে নিন। টেক্সট বক্সে মেসেজটি টাইপ করুন। এরপর টেক্সট বক্সের ডান পাশের নীল তীর চিহ্ন আইকনে ক্লিক করে ধরে রাখুন।
এরপর বার্তা পাঠানোর তারিখ ও সময় সেট করার ডায়াল দেখাবে ইনস্টাগ্রাম। সেখান থেকে নিজের পছন্দ অনুসারে সময় ও তারিখ বেছে নিন। মেনুর নিচে নীল রঙের ‘সেন্ড’ অপশনে চাপলেই বার্তাটি নির্ধারিত সময় ও তারিখের জন্য শেডিউল করা হবে।
মেসেজ ডিলিট করবেন কীভাবে?
বিভিন্ন কারণে মানুষের মন পরিবর্তন হতে পারে। এমন হলে শেডিউল করা টেক্সট মুছে ফেলারও সুযোগ রয়েছে। শেডিউল করা চ্যাট বক্সে, টেক্সট বক্সের ঠিক ওপরে ‘শেডিউলড মেসেজেস’ লেখা অপশনে চাপুন।
এরপর যে মেসেজ ডিলিট করতে চান সেটির ওপরে চেপে ধরে রাখুন। একটি পপ আপ মেনু আসবে সেখান থেকে ‘ডিলিট’ অপশনটি বেছে নিলেই শেডিউল করা মেসেজ ডিলিট হয়ে যাবে।
শেডিউল করা মেসেজ এডিট করা যায়?
শেডিউল করা মেসেজ মুছে ফেলার পরিবর্তে এডিট করতে চাইলে বিষয়টি কিছুটা জটিল হয়ে যায় বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট। ইনস্টাগ্রামে সাধারণ মেসেজ এডিট করার অপশন থাকলেও শেডিউল বার্তা সরাসরি এডিট করা যায় না। তবে, বাড়তি কিছু কাজ করে সেটি করতে পারেন।
প্রথমে ডিলিট করার মতো শেডিউল করা মেসেজটি চালু করুন। এরপর ডিলিট করার আগে মেসেজটিতে চেপে ধরে ক্লিপবোর্ডের কপি করে নিন। তারপর পপ আপ মেনু থেকে ডিলিট বোতামে চাপুন।
কপি করা বার্তাটি নতুন করে টেক্সট বক্সে পেস্ট করে পছন্দ অনুসারে এডিট করে নিন। এরপর টেক্সট বক্সের ডান পাশের নীল আইকনে চেপে ধরে আগের মত শেডিউলের সময় নির্ধারণ করুন। সবশেষে সেন্ড বোতামে চাপলেই মেসেজটি শেডিউল হয়ে যাবে।