নতুন এই গ্লাসে আছে ১০৮০ পিক্সেল রেজুলিউশন থাকা দুটি মাইক্রো ওলেড প্যানেল, যেখানে ৬০ হার্টজ ফ্রেইমরেটে দেখা যাবে ‘ফুল এইচডি’ কনটেন্ট।
Published : 03 Sep 2022, 04:52 PM
নতুন ‘এআর গ্লাস’ উন্মোচনের ঘোষণা দিয়েছে লেনোভো, যা চালানো যাবে অ্যাপলের আইফোন, আইপ্যাড এমনকি ম্যাক ডিভাইসেও। নতুন এআর গ্লাসটির নাম ‘টি১’।
আগামী বছর অ্যাপলের প্রথম মিক্সড রিয়ালিটি হেডসেট আসার খবরটি যখন নানা দিক থেকে শোনা যাচ্ছে, ঠিক তখনই নতুন এই গ্লাস আনার ঘোষণা দিল লেনোভো।
লেনোভো’র ‘টি১’ গ্লাস
এআর গ্লাসকে বিশাল সংখ্যক গ্রাহকের ক্রয়ক্ষমতার মধ্যে আনার চেষ্টায় ‘টি১’ গ্লাসকে লেনোভোর জবাব হিসেবে বর্ণনা করেছে টেকরেডার। এর নকশা বেশ সরল ও এতে যুগান্তকারী কিছুও যোগ করেনি নির্মাতা কোম্পানিটি। এটি দেখতে অনেকটা কালো সানগ্লাসের মতো, যেখানে আছে বিশেষ ধরনের লেন্স।
প্রযুক্তিবিষয়ক সাইট ‘৯টু৫ম্যাক’-এর প্রতিবেদন অনুযায়ী, একে ব্যবহারকারীর ব্যক্তিগত ‘মোবাইল ডিসপ্লে’র সমাধান’ হিসেবে বিক্রি করছে কোম্পানিটি কারণ শুধু কোনো ডিভাইসের সঙ্গে সংযোগ থাকলেই কাজ করে এটি।
নতুন এআর গ্লাসের হার্ডওয়্যারটি দেখতে অতটা চমকপ্রদ না হলেও বেশিরভাগ পরিস্থিতিতে এটিই যথেষ্ট বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ৯টু৫ম্যাক।
নতুন এই গ্লাসে আছে ১০৮০ পিক্সেল রেজুলিউশন থাকা দুটি মাইক্রো ওলেড প্যানেল, যেখানে ৬০ হার্টজ ফ্রেইমরেটে দেখা যাবে ‘ফুল এইচডি’ কনটেন্ট। এ ছাড়া, তুলনামূলক ভালো ‘আই কমফোর্টের’ জন্য ‘লো ব্লু লাইট’ ও ‘ফ্লিকার রিডাকশন’ সুবিধাও আছে এতে।
‘টি১’ গ্লাসের প্রোটোটাইপ ব্যবহারকারীদের ভাষ্যমতে, এর ‘ব্রাইটনেস লেভেল’ যুক্তিসঙ্গত, এর রঙ প্রাণবন্ত ও এর ‘ইন্টারফেইস’ এবং ‘টেক্সট’ যথেষ্ট পরিষ্কার।
প্রযুক্তিবিষয়ক সাইট আর্স টেকনিকার প্রতিবেদন অনুযায়ী, গ্লাসটি নিয়ন্ত্রণ করা কখনও কখনও ‘জটিল’ হতে পারে কারণ এটি অন্য ডিভাইসের মাধ্যমে ব্যবহার করতে হয়।
ডিভাইসকে তুলনামূলক সাশ্রয়ী রাখতে এতে কোনো ‘বিল্ট-ইন’ প্রসেসর রাখেনি লেনোভো। ফলে, ডিভাইসটি চালাতে স্মার্টফোন, ট্যাবলেট অথবা কম্পিউটার সংযোগের প্রয়োজন পড়ে।
ইউএসবি-সি কেবলের মাধ্যমে অন্যান্য ডিভাইসে সংযোজিত হয় গ্লাসটি। লেনোভো বলছে, আইফোন ব্যবহারকারীর জন্য একটি আলাদা আডাপ্টার থাকবে এতে।
গ্লাসটিতে ব্যবহারকারীর কার্যক্রম সীমাবদ্ধ থাকলেও লেনোভো বলছে, যারা কম্পিউটার ও স্মার্টফোন ডিভাইসে তুলনামূলক ভালো অভিজ্ঞতা পেতে চান, তাদেরকে কথা বিবেচনা করেই নতুন এই পণ্য আনছে তারা।
উদাহরণ হিসেবে, সিনেমা দেখতে অথবা গেইম খেলতে নতুন গ্লাসটি ব্যবহার করতে পারবেন ব্যবহারকারী। এতে আরও আছে বিল্ট-ইন স্পিকার সুবিধা।
দাম এবং উন্মোচনের তারিখ
এই বছরের শেষ নাগাদ চীনে এবং ২০২৩ সালে ‘বাছাই করা কয়েকটি বাজারে’ আসবে লেনোভো’র নতুন এআর গ্লাস।
নতুন এআর গ্লাসের দাম সম্পর্কে কোম্পানিটি বিস্তারিত কিছু না জানালেও কোম্পানির এক মুখপাত্র আর্স টেকনিকাকে বলেছেন যে পণ্যটির দাম হতে পারে পাঁচশ ডলারের কম।
এদিকে খবর রটেছে যে নতুন দুটি এআর, ভিআর পণ্য নিয়ে কাজ করছে অ্যাপল। মিক্সড রিয়ালিটি হেডসেটের পাশাপাশি ভবিষ্যতে নিজস্ব এআর গ্লাস আনার পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। মিক্সড রিয়ালিটি হেডসেটের দাম তিন হাজার ডলারের বেশি হতে পারে বলে ধারণা প্রকাশ করেছে টেকরেডার।