এ টুলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস থেকে বিভিন্ন আপডেট ফেইসবুক বা ইনস্টাগ্রাম স্টোরিজে পুনরায় শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা।
Published : 22 Jan 2025, 03:55 PM
এবার ব্যবহারকারীদের ফেইসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যোগ করার সুযোগ দেবে প্লাটফর্মগুলোর মূল কোম্পানি মেটা।
ব্যবহারকারীদের জন্য নিজেদের ‘মেটা অ্যাকাউন্টস সেন্টার’-এ হোয়াটসঅ্যাপ যুক্ত করার সুবিধা চালু করছে টেক জায়ান্টটি, যা সেবাগুলোয় ব্যবহারকারীদের মূল কেন্দ্র। এখান থেকে ব্যবহারকারীরা তাদের বিভিন্ন মেটা অ্যাপ প্রোফাইল পরিচালনা ও যোগ করতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
এতে কোম্পানিটির অন্যান্য সামাজিক মিডিয়া অ্যাপ ও ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট কোয়েস্টও রয়েছে।
মেটা বলেছে, অ্যাকাউন্টস সেন্টারে হোয়াটসঅ্যাপ যোগ করার বিষয়টি ব্যবহারকারীদের জন্য ঐচ্ছিক থাকবে ও ডিফল্টভাবে বন্ধ থাকবে এটি। পাশাপাশি এন্ড-টু-এন্ড এনক্রিপটেড থাকবে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ মেসেজ ও বিভিন্ন কল।
কোম্পানিটি আরও বলেছে, এ টুলটি বেছে নেওয়ার ফলে ফেইসবুক ও ইনস্টাগ্রাম স্টোরিজের সঙ্গে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস শেয়ার করার বিষয়টি আরও সহজ হবে। পাশাপাশি প্রয়োজনের সময় আরও সহজে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ ইন করাও যাবে।
ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহ ও মাস থেকে ধীরে ধীরে গোটা বিশ্বের ব্যবহারকারীদের জন্য এ আপডেটটি চালু হবে।
ব্লগপোস্টে মেটা বলেছে, “হোয়াটসঅ্যাপের জন্য আমাদের পদ্ধতি সহজ। আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি অন্যান্য অ্যাপ থেকে আলাদা এবং আপনি ছাড়া কেউ এটি পরিবর্তন করতে পারবে না।
“মেটা অ্যাকাউন্টস সেন্টারে আপনার হোয়াটসঅ্যাপ যোগ করার বিষয়টি সম্পূর্ণ ঐচ্ছিক ও ডিফল্টভাবে এটি বন্ধ থাকলেও যারা অ্যাপের বিভিন্ন ফিচার আরও নিরবচ্ছিন্নভাবে ব্যবহার করতে চান এটি তাদের সাহায্য করতে পারে।
“এ টুলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস থেকে বিভিন্ন আপডেট ফেইসবুক বা ইনস্টাগ্রাম স্টোরিজে পুনরায় শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা। ফলে একাধিকবার কোনো কিছু পোস্ট না করেই আপনার জীবনে কী ঘটছে তা বন্ধুদের দেখানো আরও সহজ হবে।
“এ ছাড়াও ব্যবহারকারীরা কেবল সাইন-অন দিয়েই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। এর মাধ্যমে অ্যাকাউন্টে আরও দ্রুত ও কম ধাপে ফিরে যেতে পারবেন তারা।
“আমরা যখনই এমন নতুন ফিচার চালু করি তখনই আমাদের দায়িত্ব হচ্ছে ব্যবহারকারীদের বুঝতে সাহায্য করা, যে আমরা কীভাবে তাদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখি।
“হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের প্রাইভেসির বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে ব্যবহারকারীদের ব্যক্তিগত মেসেজ ও কল সবসময় এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকে। ফলে অন্য কেউ বিশেষ করে হোয়াটসঅ্যাপ বা মেটা’ও এগুলো পড়তে বা শুনতে পারে না। অ্যাকাউন্টস সেন্টারে আপনার হোয়াটসঅ্যাপ যোগ করলে এমনটির কোনও পরিবর্তন ঘটবে না।”