একই সুবিধা রয়েছে অ্যাপলের সাফারি ব্রাউজারেও। ওই ক্ষেত্রে ব্রাউজারের সেটিং অপশন থেকে সাফারি অপশনে প্রবেশ করে ‘ট্যাবস’ নামের অপশনটি বাছাই করতে হয়।
Published : 25 Aug 2023, 02:50 PM
ক্রোমের ‘আইওএস’ সংস্করণে ব্যবহারকারীদের অ্যাড্রেস বার স্ক্রিনের নীচের অংশে সরিয়ে আনার নতুন এক অপশন পরীক্ষা করে দেখছে গুগল।
আইওএস১৫’তে অ্যাপলের ‘সাফারি’ ব্রাউজারে ট্যাব বার স্ক্রিনের নীচের অংশে নিয়ে যাওয়ার প্রায় দুই বছর পর ক্রোমের এই পদক্ষেপ এল।
ক্রোমের এই বদল এখনও অ্যাপের ‘টেস্টফ্লাইট’ সংস্করণে পরীক্ষামূলক পর্যায়ে আছে। বিষয়টি প্রথম লক্ষ্য করেন আইওএস অ্যাপ নির্মাতা স্টিভ মোসার।
Google Chrome for iOS updated with Bottom Omnibox Setting. It was just added to the Testflight version of Chrome for iOS.
— Steve Moser (@SteveMoser) August 23, 2023
Link below with more screenshots and info: pic.twitter.com/W8Lrnc7GrX
এই বদল অবশ্য বাধ্যতামূলক নয়। আর ব্যবহারকারী চাইলে নিজের অ্যাড্রেস বারের ধরন অ্যাপের সেটিংয়ে থাকা ‘অ্যাড্রেস বার’ অপশনের মাধ্যমে বদলাতে পারেন। তবে, টেস্টফ্লাইট সংস্করণ ব্যবহারকারী এই অপশন না দেখতে পেলে তিনি ‘chrome://flags/#bottom-omnibox-steady-state’ ফ্ল্যাগের সহায়তায় এতে প্রবেশ করতে পারেন।
একই সুবিধা রয়েছে অ্যাপলের সাফারি ব্রাউজারেও। ওই ক্ষেত্রে ব্রাউজারের সেটিং অপশন থেকে সাফারি অপশনে প্রবেশ করে ‘ট্যাবস’ নামের অপশনটি বাছাই করতে হয়। তবে, দুই বছর ধরে ডিফল্ট হিসেবেই স্ক্রিনের নীচে অবস্থান করছে এর অ্যাড্রেস বার।
এদিকে, ক্রোমের নতুন এই ফিচার এখনও সকল ব্যবহারকারীর জন্য চালু করা হয়নি। আর এটি সেইসব ব্যবহারকারীর ক্ষেত্রে সহায়ক হবে, যারা সাফারি ও ক্রোম উভয় ইন্টারফেসই ব্যবহার করে থাকেন। আর তুলনামূলক বড় স্ক্রিনের ডিভাইসে অ্যাড্রেস বার নীচের অংশে থাকলে এতে প্রবেশ করাও তুলনামূলক সহজতর ওঠে।
২০২০ সালে ক্রোমের অ্যান্ড্রয়েড সংস্করণে একই সুবিধা আনার চেষ্টা করেছিল গুগল। তবে, পরবর্তীতে ওই পরিকল্পনা থেকে সরে আসে কোম্পানিটি।