এআই অ্যালাইনমেন্ট মানে হচ্ছে এআইয়ের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া মানুষের চিন্তাভাবনার যতটা সম্ভব কাছাকাছি নিয়ে আসা।
Published : 19 Feb 2025, 04:10 PM
নতুন এআই স্টার্টআপ চালু করেছেন ওপেনএআইয়ের সাবেক প্রধান প্রযুক্তি কর্মকর্তা মীরা মুরাতি।
মঙ্গলবার এক ব্লগ পোস্টে স্টার্টআপটি বলেছে, ‘থিংকিং মেশিনস ল্যাব’ নামের এআই স্টার্টআপ চালু করেছেন তারা, যেখানে রয়েছে ওপেনএআই, মেটা ও মিস্ট্রাল-এর মতো প্রতিযোগী কোম্পানির প্রায় ৩০ জন শীর্ষস্থানীয় গবেষক ও প্রকৌশলীর একটি দল।
স্টার্টআপটি আরও বলেছে, জনাকীর্ণ এআই স্টার্টআপ দুনিয়ায় প্রবেশকারী এই নতুন কোম্পানিটি এমন এক এআই সিস্টেম তৈরি করতে চায়, যা মানবিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি প্রতিদ্বন্দ্বীদের চেয়ে আরও বেশি সংখ্যার অ্যাপ বানাবে।
স্টার্টআপটির কর্মীদের মধ্যে দুই-তৃতীয়াংশই সাবেক ওপেনএআই কর্মী বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। যার মধ্যে আছেন সাবেক এআই গবেষক ব্যারেট জোফ।
২০২৪ সালের সেপ্টেম্বরের শেষ দিকে মুরাতির সঙ্গে একই দিনে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই ছেড়েছিলেন জোফ। নতুন স্টার্টআপটির প্রযুক্তি প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
স্টার্টআপটির প্রধান বিজ্ঞানীর দায়িত্বে কাজ করবেন ওপেনএআইয়ের সহ প্রতিষ্ঠাতা জন শুলম্যান। ২০২৪ সালের অগাস্টে ওপেনএআই ছেড়ে প্রতিদ্বন্দ্বী এআই কোম্পানি অ্যানথ্রোপিক-এর জন্য কাজ শুরু করেন তিনি। ওই সময় তিনি বলেছিলেন, “এআই অ্যালাইনমেন্টের ওপর মনোযোগ দিতে চান” তিনি।
এআই অ্যালাইনমেন্ট মানে হচ্ছে এআইয়ের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া মানুষের চিন্তাভাবনার যতটা সম্ভব কাছাকাছি নিয়ে আসা। এর ফলে এআইয়ের বিভিন্ন মডেলকে আরও নিরাপদ ও নির্ভরযোগ্য করে তোলা সম্ভব হয়। একেই মুরাতির এ স্টার্টআপ তাদের মূল লক্ষ্য হিসাবে নিয়েছে।
নাম প্রকাশ না করার অনুরোধে একটি সূত্র রয়টার্সকে বলেছে, ওপেনএআইয়ের আরও কর্মী এ স্টার্টআপটিতে যোগ দেবেন।
‘থিংকিং মেশিনস ল্যাব’-এর নির্বাহী প্রধান বা সিইও মুরাতি ওপেনএআইয়ের সাবেক শীর্ষ নির্বাহীদের অন্যতম, যারা কোম্পানিটি ছেড়ে অন্য এআই স্টার্টআপ চালু করেছেন।
রয়টার্স লিখেছে, ২০১৮ সালের জুনে ওপেনএআইয়ে যোগ দেন মুরাতি ও চ্যাটজিপিটির উন্নয়নেও নেতৃত্ব দিয়েছেন তিনি। ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যানের পাশাপাশি কোম্পানিটির পরিচিত মুখ হয়ে ওঠেন মুরাতি।
ওপেনএআইয়ে কাজ করার আগে অগমেন্টেড রিয়ালিটি স্টার্টআপ ‘লিপ মোশন’ ও ইলন মাস্কের বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা কোম্পানি টেসলা’তে কাজ করেছেন মুরাতি।