‘হ্যালোগ্র্যান্ডপ্যাব্রিয়ান’ ও ‘ডেটিংউইথকার্টার’-এর মতো বিভিন্ন এআই প্রোফাইল ভাবের আদানপ্রদানের মাধ্যমে অনন্য অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে তৈরি হয়েছিল।
Published : 05 Jan 2025, 04:09 PM
ব্যবহারকারীদের সমালোচনার মুখে সম্প্রতি ফেইসবুক ও ইনস্টাগ্রাম থেকে এআই-এর তৈরি করা বিভিন্ন প্রোফাইল সরিয়ে নিয়েছে মেটা।
সেলিব্রিটি-ব্র্যান্ডেড বিভিন্ন এআই চ্যাটবটের পাশাপাশি ২০২৩ সালের সেপ্টেম্বরে চালু করা হয়েছিল ‘মেটা পরিচালিত এআই’ হিসাবে লেবেলওয়ালা এসব প্রোফাইল। যা বন্ধ করে দিয়েছে প্রযুক্তি জায়ান্টটি।
‘হ্যালোগ্র্যান্ডপ্যাব্রিয়ান’ ও ‘ডেটিংউইথকার্টার’-এর মতো বিভিন্ন এআই প্রোফাইল ব্যবহারকারীদের সঙ্গে ভাবের আদানপ্রদানের মাধ্যমে অনন্য অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে তৈরি হয়েছিল বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।
তবে ওই প্রোফাইলগুলো পরে সমালোচনার মুখে পড়ে। প্রোফাইলগুলোর কাছ থেকে আসা নানা প্রতিক্রিয়ার পাশাপাশি পরিচয়ের ভিত্তিতে যারা প্রান্তিক তাদের নিয়ে ‘মনগড়া’ কথা বলার জন্য সমালোচনার মুখে পড়ে এসব এআই জেনারেটেড প্রোফাইল। ব্যবহারকারীরা বলেছেন, এদেরকে ব্লক করাও সম্ভব নয়। ফলে এ নিয়ে পরীক্ষার বিষয়টি পুরোপুরি বন্ধ করতে বাধ্য হল মেটা।
এ ধাক্কার পরও নিজেদের বিভিন্ন প্ল্যাটফর্মে এআইচালিত কনটেন্ট যোগ করতে কাজ করে যাচ্ছে মেটা। ‘লাইফলাইক ইন্টারঅ্যাকশন’ করতে পারবে এমন বিভিন্ন এআই চরিত্র আনার পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। ফেইসবুক ফিডে এআই-জেনারেটেড ইমেজ নিয়েও পরীক্ষা করছে টেক জায়ান্টটি।
গত বছর এক সাক্ষাৎকারে মেটার জেনারেটিভ এআইয়ের ভাইস প্রেসিডেন্ট কনর হেইস বলেছিলেন, সময়ের সঙ্গে সঙ্গে এআইয়ের মাধ্যমে তৈরি কনটেন্ট আনার বিষয়ে আরও ‘সক্রিয়’ হয়ে উঠবে মেটা। যেখানে ব্যবহারকারীরা অনুসরণ করা ব্যক্তিদের পোস্টের বদলে সুপারিশকৃত কনটেন্ট দেখবে।
এসব বিকল্পগুলো কার্যকর করার আগে আরও কিছুটা সময় নিতে পারে মেটা। এজন্য অনেক কাজও রয়েছে কোম্পানিটির। মেটা স্বীকার করেছে, অবশ্যই তারা ব্যবহারকারীর উদ্বেগের সমাধান করবে ও বিভিন্ন ফিচারের গ্রহণযোগ্যতা পেতে নিজেদের এআই ব্যক্তিত্বকে আরও উন্নত করবে।