রেসপনসিবল ইনোভেশন টিম’-এর সদস্যরা কোম্পানির অন্যান্য বিভাগে পর্যবেক্ষণমূলক কাজে নিয়োগ পেলেও তাদের চাকরির কোনো নিশ্চয়তা নেই।
Published : 12 Sep 2022, 01:52 PM
নিজস্ব ‘রেসপনসিবল ইনোভেশন টিম’ ভেঙ্গে দিয়েছে ফেইসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড। সাধারণ ব্যবহারকারীদের ওপর কোম্পানির বিভিন্ন পণ্য ও সেবার সম্ভাব্য নেতিবাচক প্রভাব বিচার-বিশ্লেষণের গুরুদায়িত্ব ছিল এ দলটির ওপর।
দলটিতে সফটওয়্যার প্রকৌশলী ও নৈতিক অবস্থান বিশ্লেষকসহ অন্তত ২০ জন কর্মী ছিল বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট।
‘রেসপনসিবল ইনোভেশন টিম’ দলটি ভেঙ্গে দিলেও, এর বেশিরভাগ কর্মীকে কোম্পানির অন্যান্য বিভাগে নিয়োগ দেওয়ার কথা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন মেটার এক মুখপাত্র। তবে, তারা অন্যান্য বিভাগে পর্যবেক্ষণমূলক কাজ করলেও তাদের চাকরির কোনো নিশ্চয়তা নেই বলে জানিয়েছেন তিনি।
সিনেটের প্রতিবেদন বলছে, কোম্পানির কৌশলগত পরিবর্তনের মধ্যে ‘রেসপনসিবল ইনোভেশন টিম’-এর সদস্যরা কোম্পানির অন্যান্য বিভাগের যোগ দিয়ে তাদের আগের কাজই চালু রেখেছেন।
সিনেটকে দেওয়া বিবৃতিতে মেটার মুখপাত্র এরিক পোর্টফিল্ড বলেছেন, “এ ধরনের কাজের গুরুত্ব এখন সবচেয়ে বেশি, আগের চেয়ে কম নয়। আমরা গুরুত্বপূর্ণ পণ্য বিভাগগুলোতে নিবেদিত বিশেষজ্ঞ দলকে নিয়োগ দিয়ে এর পরিধি বাড়াচ্ছি। সে কারণেই রেসপনসিসবল ইনোভেশন টিমের বেশিরভাগ সদস্য মেটার অন্যান্য বিভাগে কাজ করছেন।”
নানা দিক থেকে চাপের মুখে আছে মেটা। বছরের মাঝামাঝি সময়ে এসে বিজ্ঞাপনী আয় কমেছে কোম্পানিটির। ‘লাইভ শপিং’ ফিচারটি বন্ধ করে দিয়েছে কোম্পানি। অন্যদিকে, অনলাইনে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগে মেটাকে ৪০ কোটি ডলার জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন।
অপ্রাপ্তবয়স্কদের মানসিক স্বাস্থ্যকে অগ্রাহ্য করেছে মুনাফা আয়কে গুরুত্ব দেওয়ার অভিযোগে গেল বছরেই সমালোচিত হয়েছিল মেটা তথা তৎকালীন ফেইসবুক।
তথ্য ফাঁসকারী সাবেক কর্মীর হাত দিয়ে প্রকাশিত নথিপত্রে উঠে এসেছিল, ইনস্টাগ্রামের নানা বিরূপ প্রভাব সম্পর্কে জানা থাকলেও তা নিরসণে কোনো উদ্যোগ না নিয়ে বরং মুনাফার লোভে পুরো বিষয়টি চেপে গিয়েছিল কোম্পানিটি।