আইফোনের বিক্রি কমলেও অ্যাপল বলেছে, তাদের বিভিন্ন পরিষেবার পাশাপাশি অন্যান্য ব্যবসার আয় বেড়েছে।
Published : 04 Aug 2024, 03:37 PM
সম্প্রতি নিজেদের সর্বশেষ ব্যবসায়িক ফলাফল ঘোষণা করেছে অ্যাপল, যেখানে বড় সাফল্য দেখিয়েছে আইফোন নির্মাতা জায়ান্ট কোম্পানিটি।
বর্তমানে আইফোনের বিক্রি কমে দাঁড়িয়েছে তিন হাজার ৯৩০ কোটি ডলারে, যা গত বছরের একই সময়ের তুলনায় এক শতাংশ কম। তবে অ্যাপল বলছে, তাদের বিভিন্ন পরিষেবার পাশাপাশি অন্যান্য ব্যবসার আয় বেড়েছে। এমনকি এআইয়ের প্রতি কোম্পানির আগ্রহ আইফোন বিক্রিতে নতুন অগ্রগতির সম্ভাবনা দেখাচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট।
কোম্পানির সাম্প্রতিক আয়ের ফলাফলে দেখা গেছে, পণ্য বিক্রির বাজারে বড় প্রত্যাবর্তন ঘটাচ্ছে আইপ্যাড। ট্যাবলেটটির আয় ২৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭১৬ কোটি ডলারে, যা বিশ্লেষকদের প্রত্যাশার চেয়েও বেশি।
মে মাসে অনুষ্ঠিত এক আয়োজনে নতুন ‘আইপ্যাড প্রো’ এবং আকারে বড় ‘আইপ্যাড এয়ার’ উন্মোচনের পরপরই এ সাফল্য এল। কারণ দুই বছর ধরে ট্যাবলেটটিতে খুব কমই আপডেট এনেছে কোম্পানিটি।
তবে, এইসব পণ্যকে নতুন করে বাজারে আনার সিদ্ধান্ত অ্যাপলের জন্য নতুন উদ্দীপনা হিসেবে কাজ করতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
সম্প্রতি উন্মোচন করা বিভিন্ন পণ্যের মতো আইপ্যাডেও নিজস্ব এআই প্রযুক্তি যোগ করার দিকে মনোযোগ দিয়েছে অ্যাপল, যা ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ নামেও পরিচিত।
সর্বশেষ প্রান্তিকের আয়ের ফলাফল প্রকাশের পাশাপাশি নিজস্ব পণ্যে এআই যোগ করার কাজ চালিয়ে যাচ্ছে অ্যাপল। নতুন আইপ্যাডের বিভিন্ন ফিচারের মধ্যে ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ রাখার ইঙ্গিত দিয়েছেন অ্যাপল সিইও টিম কুক।
“আমরা অ্যাপল ইন্টেলিজেন্স নিয়ে খুবই উচ্ছ্বসিত ও এআইয়ের অসাধারণ সম্ভাবনা আর গ্রাহকদের জীবনকে সমৃদ্ধ করতে এর সক্ষমতা নিয়ে আমরা আশাবাদী।”
“আমরা এ প্রযুক্তিতে ভারী বিনিয়োগ অব্যাহত রাখব। পাশাপাশি, এমন উদ্ভাবনে নিজেদের উৎসর্গ করব, যা এআইয়ের সম্ভাবনার দ্বার পুরোপুরি খুলে দেবে।”
অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার ব্যবহারের ক্ষেত্রে হার্ডওয়্যার আপডেটের প্রয়োজন পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে টিম কুক বলেন, আইফোনে এ সুবিধা পেতে ব্যবহারকারীকে অবশ্যই আইফোন ১৫ প্রো বা প্রো ম্যাক্স মডেল ব্যবহার করতে হবে। তবে সেপ্টেম্বরে উন্মোচনের সম্ভাবনা আছে সেইসব আইফোনে বিভিন্ন নতুন এআই টুল চালানো যাবে কি না, সে সম্পর্কে কিছু বলেননি তিনি।