ফটোজ অ্যাপ থেকে ইমপোর্ট করতে কয়েকটি বাড়তি ধাপ অনুসরণ করতে হয়। সবচেয়ে সহজ পদ্ধতি হল, ইমেজ ক্যাপচার অ্যাপটি ব্যবহার করা।
Published : 24 Nov 2024, 04:03 PM
ফটোজ ও ইমেজ ক্যাপচার হল ম্যাকওএস-এর দুটি অ্যাপ যা ব্যবহার করে আইফোন থেকে ম্যাক-এ ছবি ইমপোর্ট করা যায়।
ফটোজ অ্যাপ থেকে ইমপোর্ট করতে কয়েকটি বাড়তি ধাপ অনুসরণ করতে হয়। সবচেয়ে সহজ পদ্ধতি হল, ইমেজ ক্যাপচার অ্যাপটি ব্যবহার করা।
এ অ্যাপ ব্যবহার করে কীভাবে ম্যাক-এ ছবি ইমপোর্ট করা যায় সে বিষয়ে নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট হাও-টু গিক। চলুন জেনে নেওয়া যাক এর বিস্তারিত।
প্রথমেই ম্যাক-এর সঙ্গে কেবল দিয়ে আইফোন যুক্ত করুন। ডিভাইসের আসল কেবল ব্যবহার করা যুক্ত করার চেষ্টা করুন, এতে কানেকশনে সমস্যা কম হবে। আইফোনটি আনলক করে ‘ট্রাস্ট দিস ডিভাইস’ অপশন বেছে নিন।
এরপরে ইমেজ ক্যাপচার অ্যাপটি খুলুন। কমান্ড ও স্পেসবার একসঙ্গে চেপে, অ্যাপের নাম লিখে সহজে খুঁজে পেতে পারেন অ্যাপটি। অ্যাপ চালু হলে, স্ক্রিনের বাম পাশে, ‘ডিভাইসেস’ লেখা শিরোনামের নিচে যুক্ত হওয়া আইফোনটি দেখতে পাবেন। সেখানে ক্লিক করে ফোনের সব ছবি লোড করে নিন।
লোড হয়ে গেলে, ‘ইমপোর্ট টু’ অপশনের পাশে ড্রপ ডাউন মেনুতে চাপুন ও যে ফোল্ডারে ছবি নিতে চান সেটি বেছে নিন। নতুন কোনো ফোল্ডারে ছবি নিতে চাইলে, ‘আদার’ অপশনে ক্লিক করুন, যে লোকেশনে নতুন ফোল্ডার চালু করতে চান সেখানে ক্লিক করুন। এরপর ‘নিউ ফোল্ডার’ অপশন বেছে, ‘চুজ’ অপশনে চেপে নতুন ফোল্ডারটি সিলেক্ট করে নিন।
সবশেষে ‘ডাউনলোড অল’ বাটনে ক্লিক করলে, আইফোনের সব ছবি ম্যাক-এ ইম্পোর্ট হতে থাকবে।
বিকল্পভাবে, যদি বাছাই করা ছবি বা ভিডিও ইমপোর্ট করতে চান। তবে, কিবোর্ডের কমান্ড বোতাম চেপে ধরে একটি একটি করে ছবি বেছে নিন। শেষ হলে, ‘ডাউনলোড’ অপশনে ক্লিক করুন।
ডিফলটভাবে ম্যাক-এ ছবি নেওয়ার সময়, ইমেজ ক্যাপচার সংযুক্ত ডিভাইস থেকে ছবি মুছে ফেলে না। কেউ ফোন থেকে ছবি মুছে ফেলতে চাইলে এ সেটিং পরিবর্তন করতে পারেন। এটি করার জন্য, ‘ডাউনলোড’ বা ‘অল ডাউনলোড’ অপশনে ক্লিক করার আগে, অ্যাকশন আইকন বা থ্রি ডট মেনুতে ক্লিক করুন। সেখানে ‘ডিলিট আফটার ইমপোর্ট’ অপশনে টিক চিহ্ন দিলেই, ম্যাক-এ ইমপোর্ট হওয়ার পাশাপাশি আইফোনে ছবি মুছে যাবে।